শ্রীলঙ্কায় ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ১০ জন নিহত ও ছয়জন নিখোঁজ রয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় ঘোষণা করেছে, সোমবার বন্ধ করে দেয়া স্কুল খোলার বিষয়টি আবহাওয়ার ওপর নির্ভর করবে।
রবিবার থেকে ভারী বৃষ্টিপাতে দেশের অনেক অংশ তছনছ হয়েছে, ঘরবাড়ি, খেত এবং রাস্তাঘাট প্লাবিত হয়েছে। কর্তৃপক্ষ সতর্কতা হিসেবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে বাধ্য হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র জানায়, রবিবার রাজধানী কলম্বো ও প্রত্যন্ত রথনাপুরা জেলায় ভেসে গিয়ে ও পানিতে ডুবে ছয়জনের মৃত্যু হয়েছে। ঘরের ওপর মাটির ঢিবি ধসে পড়ায় আরও তিনজন এবং গাড়িতে চাপা পরে একজন মারা যান। রবিবার থেকে এ পর্যন্ত ছয়জন নিখোঁজ রয়েছেন।
কেন্দ্রটি এক বিবৃতিতে জানায়, সোমবার পর্যন্ত পাঁচ হাজারের বেশি মানুষকে আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেয়া হয়েছে এবং চার শতাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।
দুর্গতদের উদ্ধার এবং ক্ষতিগ্রস্তদের খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহের জন্য নৌবাহিনী ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
ভারী মৌসুমি বৃষ্টিপাতের কারণে মে মাসের মাঝামাঝি সময় থেকে শ্রীলঙ্কায় বৈরী আবহাওয়া বিরাজ করছে। এর আগে প্রবল বাতাসে অনেক এলাকায় গাছ উপড়ে ৯ জনের মৃত্যু হয়।