রোহিঙ্গাদের খাদ্যপণ্য নিয়ে ভাসানচর যাবার পথে সন্দ্বীপ চ্যানেলে ট্রলারডুবি

শুকনো খাদ্যপণ্য বহনকারী একটি ট্রলার সন্দ্বীপ চ্যানেলে ডুবে গেছে। ৪ জুন, ২০২৪।

রোহিঙ্গাদের জন্য শুকনো খাদ্যপণ্য নিয়ে, বাংলাদেশের নোয়াখালী জেলার ভাসানচরে যাবার পথে, একটি ট্রলার সন্দ্বীপ চ্যানেলে ডুবে গেছে। ট্রলারটি চট্টগ্রাম থেকে ভাসানচর যাচ্ছিলো।

ট্রলারে থাকা মাঝি মাল্লাদের নিরাপদে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার (৪ জুন) সকাল সাড়ে ১০ টার দিকে ট্রলারটি চট্টগ্রামের ফিশারীঘাট এলাকা থেকে ছেড়ে যায়। ট্রলারটি সন্দ্বীপ উপকূলের কাছাকাছি পৌঁছালে ডুবে যায়।

ট্রলারটিতে রোহিঙ্গাদের জন্য প্রায় ৪০ লাখ টাকা মূল্যেরে খাদ্যপণ্য ছিলো। স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, ট্রলারটি চট্টগ্রাম ফিশারীঘাট এলাকা থেকে হাতিয়ার উদ্দেশ্য রওয়ানা হয়। কর্ণফুলী নদী থেকে বের হয়ে সন্দ্বীপ চ্যানেলে প্রবেশ করলে, বৈরী আবহাওয়া ও যান্ত্রিক ত্রুটির কারণে ট্রলারটি ডুবে যায়।

সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হক ট্রলারডুবির তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, চট্টগ্রাম থেকে ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্পে শুকনো খাদ্যপণ্য নিয়ে যাওয়ার পথে ট্রলারটি সন্দ্বীপ চ্যানেলে ডুবে যায়।

“মাঝিমাল্লাদের নিরাপদে উদ্ধার করা হয়েছে। ট্রলারটি উদ্ধারের ব্যবস্থা করা হচ্ছে;” বলেন সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. একরামুল হক।