এক ঝলকে আমেরিকার বিশেষ কিছু খবর

Your browser doesn’t support HTML5

তাইওয়ানের চারপাশে চীন সামরিক মহড়া চালানোর কয়েকদিন পরই যুক্তরাষ্ট্র কংগ্রেসের একটি প্রতিনিধি দল তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং তে’র সঙ্গে দেখা করলেন। প্রতিনিধি দলের এই সাক্ষাৎ গণতান্ত্রিকভাবে শাসিত দ্বীপটির প্রতি ওয়াশিংটনের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করে। তবে বেইজিং তাইওয়ানকে তার বিচ্ছিন্ন প্রদেশ হিসেবেই দেখে।

কেন্টাকি রাজ্যে টর্নেডো ও বজ্রপাতে অন্তত ১৪ জন নিহত হওয়ার পর গভর্নর এন্ডি বেশির রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। মেমোরিয়াল ডে’র ছুটির সপ্তাহান্তে শক্তিশালী ঝড়ের আঘাতে আরকানস রাজ্যের ৮জন, টেক্সাসে ৭জন এবং ওকলাহোমা রাজ্যে ২জনের মৃত্যুর খরব পাওয়া গেছে।

আজ সোমবার যুক্তরাষ্ট্রে পালিত হচ্ছে মেমোরিয়াল ডে। সামরিক বাহিনীতে কর্মরত অবস্থায় যুক্তরাষ্ট্রের নিহত সৈনিক বা কর্মীদের সম্মানে এই দিনটি ফেডারাল ছুটি হিসেবে পালন করা হয়।দিনটিকে অনানুষ্ঠানিকভাবে গ্রীষ্মের শুরু বলেও ধরা হয়।