খারকিভে নির্মাণ সামগ্রীর দোকানে রুশ হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে

Your browser doesn’t support HTML5

উত্তর ইউক্রেনীয় অঞ্চলের গভর্নর রবিবার বলেছেন যে অঞ্চলটির রাজধানীতে রাশিয়ার হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। রাশিয়ার বাহিনী গত কয়েক সপ্তাহ ধরে এই এলাকায় নতুন করে অভিযান শুরু করেছে।

শনিবার বিকেলে খারকিভের একটি বড় উপকরণের দোকানে একটি বিমান বোমা আঘাত হানে, যার ফলে বিশাল অগ্নিকাণ্ড এবং বড়সড় ধোঁয়ার কুণ্ডলী সৃষ্ট হয়।

আগুন নিয়ন্ত্রণে আনার জন্য ফায়ার সার্ভিসের একাধিক দল মোতায়েন করা হয়েছিল।

প্রাথমিক রিপোর্টে দুজনের মৃত্যুর কথা উল্লেখ করা ছিল। তবে খারকিভের গভর্নর ওলেহ সিনিহুবভ রবিবার বলেছিলেন যে ১৪ জন মারা গেছে।

সর্বশেষ মৃতের সংখ্যা প্রকাশ করার আগে তিনি বলেছিলেন যে আরও ৪৩ জন আহত ও ১৬ জন নিখোঁজ রয়েছেন।

সিনিহুবভ বলেন, ২০০ জনেরও বেশি লোক দোকানের ভিতরে থাকতে পারত। পরে তিনি উল্লেখ করেন যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি দোকানটিতে চালানো বিমান হামলাকে "রাশিয়ান পাগলামির বহিঃপ্রকাশ" বলে অভিহিত করেছেন। সেইসঙ্গে তিনি পশ্চিমা দেশগুলোর কাছে ইউক্রেনকে বিমান প্রতিরক্ষায় সাহায্য করারও আবেদন জানিয়েছেন।

সাম্প্রতিক সময়ে, ইউক্রেনীয় বাহিনীর গোলা বারুদের স্বল্পতা দেখা দিয়েছে, যে কারণে অনেক বড় একটি শত্রুর বিরুদ্ধে যুদ্ধরত অবস্থায় তাদের সমস্যা বেড়েই চলেছে।

রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন আক্রমণ করে। দু'বছর পরও ইউক্রেনে রাশিয়ার পূর্ণ মাত্রায় আগ্রাসন অব্যাহত রয়েছে।