ভারতের একটি পার্কে অগ্নিকান্ডে ২৭ জনের প্রাণহানি

Your browser doesn’t support HTML5

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের একটি পার্কে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ২৭ জনে দাঁড়িয়েছে, সেখানকার স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে। রবিবার, ২৬ মে, ২০২৪।

উদ্ধারকারীরা এখনও নিখোঁজদের তল্লাশি চালিয়ে যাচ্ছেন।

শনিবার, ২৫ মে, টিআরপি গেম জোন নামের পার্কটিতে একটি বিশাল অগ্নিকাণ্ড ঘটে। খননকারী যন্ত্র দিয়ে সেখানে পুড়ে যাওয়া ধ্বংসাবশেষ খনন করা হচ্ছে।

স্থানীয় হাসপাতালের একজন পুলিশ কর্মকর্তা জানান, কিছু লাশ এতটাই পুড়ে গেছিল যে তাদের শনাক্ত করা অসম্ভব ছিল। একজন সরকারি কর্মকর্তা আরও বলেন, আগুনে নিহত অনেকেই শিশু ছিলেন।

গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল রবিবার সকালে ঘটনাস্থল পরিদর্শনকালে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়েছে যে এই ঘটনার সাথে জড়িত দুই জনকে রাজকোট পুলিশ আটক করেছে।