এক ঝলকে আমেরিকার বিশেষ কিছু খবর

Your browser doesn’t support HTML5

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সফররত কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটোর সম্মানে অন্যতম বিশাল এক রাষ্ট্রীয় নৈশভোজের আয়োজন করেন। এর আগে বাইডেন বলেন তিনি কেনিয়াকে আফ্রিকায় সাহারা মরুর নিম্নাঞ্চলে যুক্তরাষ্ট্রের প্রথম প্রধান নেটো বহির্ভূত মিত্র হিসেবে মনোনীত করবেন।

সিডনির এক বিচারক রায় দিয়েছেন, চীনা সামরিক পাইলটদের বিমানবাহী রণতরীতে অবতরণের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগে যুক্তরাষ্ট্রের সাবেক মেরিন পাইলট ড্যানিয়েল ডুগানকে অস্ট্রেলিয়া থেকে যুক্তরাষ্ট্রের কাছে প্রত্যার্পন করা হতে পারে। ডুগান ২০০২ সালে অস্ট্রেলিয়ায় অভিবাসন গ্রহনের আগে ১২ বছর যুক্তরাষ্ট্র মেরিনে দায়িত্ব পালন করেছিলেন।

বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, রাশিয়ার এক আদালত শুক্রবার যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সদস্য গর্ডন ব্ল্যাককে আটক রাখার আদেশ দিয়েছে। এই সেনা সেনাবাহিনীর অনুমোদন ছাড়া রাশিয়া যান, এবং সেখানে তাঁকে অপরাধমূলক অসদাচরণের অভিযোগে ৬ মে আটক করা হয়।