এক ঝলকে আমেরিকার বিশেষ কিছু খবর

Your browser doesn’t support HTML5

হোয়াইট হাউস জানিয়েছে যে যুক্তরাষ্ট্র কেনিয়াকে আফ্রিকার সাহারা মরুর নিম্নাঞ্চলের দেশগুলোর জন্য তার প্রথম নেটো বহির্ভূত প্রধান সহযোগী হিসাবে মনোনীত করবে। প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটোকে রাষ্ট্রীয় সফরে স্বাগত জানান।

আইওয়া রাজ্যের ছোট একটি শহর গ্রিনফিল্ডে মঙ্গলবার শক্তিশালী টর্নেডোর আঘাতে কয়েকজন প্রাণ হারান এবং অন্তত এক ডজন মানুষ আহত হয়েছেন। বুধবার ড্রোনে ধারণ করা ফুটেজে শক্তিশালী টর্নেডোর ক্ষয়ক্ষতির কিছু অংশ দেখা যায়।

যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) জানিয়েছে, মিশিগানের একটি দুধের ফার্মের কর্মী বার্ড-ফ্লুতে আক্রান্ত হয়েছেন। আমেরিকার দুধ ফার্মের গরুর মাঝে এই প্রাদুর্ভাব দেখা দেয়ার পর দ্বিতীয় ব্যক্তি এতে আক্রান্ত হলেন। এর আগে মার্চ মাসের শেষের দিকে টেক্সাসের একজন খামারকর্মী বার্ড ফ্লুতে আক্রান্ত হন।