বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজিম ভারতে খুন হয়েছেন, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

আনোয়ারুল আজিমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদের ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে নিখোঁজ হওয়ার ৮ দিন পর বুধবার (২২ মে) ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতার অদূরে নিউটাউনের একটি ফ্ল্যাটে মৃত অবস্থায় পাওয়া গেছে। তাঁকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বুধবার ঢাকার ধানমন্ডিতে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

আসাদুজ্জামান খান বলেন, “এ পর্যন্ত আমাদের কাছে যে তথ্য আছে, তাতে এই হত্যাকাণ্ডের সঙ্গে আমাদের দেশের মানুষই জড়িত।”

তিনি আরও বলেন, ভারতীয় পুলিশের তথ্যের ভিত্তিতে তিনজনকে আটক করেছে বাংলাদেশ পুলিশ। খুনের সঙ্গে জড়িত আরও কয়েকজনকে আটকের চেষ্টা চলছে।

ধানমন্ডিতে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ২২ মে, ২০২৪।

এমপি আনোয়ারুল আজিমের হত্যাকাণ্ড ভারতের সঙ্গে সম্পর্কে প্রভাব ফেলবে কি না জানতে চাইলে আসাদুজ্জামান খান বলেন, “ভারতের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। তারা আমাদের সব ধরনের সহযোগিতা করেছে। তাদের সঙ্গে সম্পর্কের ফাটল ধরবে এমন কোনো ঘটনা ঘটেনি। কারণ ভারতের কেউ এখানে জড়িত নন।”

মরদেহ উদ্ধারের বিষয়ে প্রশ্ন করলে তদন্তের স্বার্থে সে বিষয়ে কোনো তথ্য দিতে রাজি হননি আসাদুজ্জামান খান।

তিনি বলেন, “তদন্তের স্বার্থে আমরা এখনই তথ্য প্রকাশ করছি না। কেন খুন হয়েছে, কোথায় খুন হয়েছে, কারা জড়িত তদন্ত শেষে আমরা সবই জানাব। মরদেহ এখনো আমাদের হাতে আসেনি।”

আসাদুজ্জামান খান আরও বলেন, “ভারতের পুলিশ জানিয়েছে তিনি খুন হয়েছেন, এটা সুনিশ্চিত। কলকাতার একটি বাসায় তাঁকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। আমরা আরও কয়েকজনকে ধরার চেষ্টা করছি।”

তিনি বলেন, ঝিনাইদহ একটি সহিংসতাপ্রবণ এলাকা এবং সাম্প্রতিক নির্বাচনে আনোয়ারুল আজিম আনার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

চিকিৎসার জন্য ভারতে যাওয়ার পর হত্যাকাণ্ড ঘটেছে জানিয়ে তিনি বলেন, “আমাদের পুলিশ বিষয়টি তদন্ত করছে। শিগগিরই হত্যাকাণ্ডের উদ্দেশ্য উদঘাটন করা সম্ভব হবে। এই হত্যাকাণ্ডে কারা জড়িত তা খুঁজে বের করতে ভারতীয় পুলিশও কাজ করছে।”

আন্তর্জাতিকভাবে যেসব পন্থা অবলম্বন করা যায় সেসব ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

উল্লেখ্য, ১১ মে চিকিৎসার জন্য ভারতে যান আনোয়ারুল আজিম আনার। ১৪ মে পর্যন্ত পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ ছিল তাঁর। এরপর থেকে তাঁর ফোন বন্ধ পাওয়া যাচ্ছিল।

আনোয়ারুল আজিম আনার ক্ষমতাসীন আওয়ামী লীগের ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি।

রবিবার (১৯ মে) এমপি আনোয়ারুল আজিম আনারের স্ত্রী ও মেয়েরা ঢাকায় ডিবি কার্যালয়ে যান।

পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ: আনোয়ারুল হত্যাকাণ্ডের মূল হোতা গ্রেপ্তার, তদন্ত চলছে

সংসদ সদস্য আনোয়ারুল আজিমের হত্যাকাণ্ড অত্যন্ত মর্মান্তিক, দুঃখজনক ও অনভিপ্রেত উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ ড. হাছান মাহমুদ জানান, হত্যাকাণ্ডের মূল হোতাসহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তদন্ত চলছে।

বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক অনুষ্ঠানে সাংবাদিকেরা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সফরকালে বাংলাদেশ জাতীয় সংসদের ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমের মৃত্যু নিয়ে প্রশ্ন করলে এ কথা বলেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে ড. হাছান মাহমুদ। ২২ মে, ২০২৪।

কলকাতায় বাংলাদেশ মিশন থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে হাছান মাহমুদ আরও জানান, কলকাতার যে ফ্ল্যাটে তাঁকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে, কলকাতা পুলিশ সেই ফ্ল্যাটে ঢুকে তাঁর লাশ পায়নি।

হাছান মাহমুদ বলেন, “আমরা আমাদের মিশনের মাধ্যমে খোঁজখবর রাখছি এবং মিশন থেকেও কলকাতা পুলিশের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। বিষয়টি তদন্তাধীন। তাই এর বেশি কিছু বলা সমীচীন নয়। আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে আরও যোগাযোগ রাখছে।”

প্রধানমন্ত্রীর শোক

এদিকে সংসদ সদস্য আনোয়ারুল আজিমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।