ইরানে নিহত রাইসির জন্য শাসক দলের শোক, বিরোধীদের উল্লাস

ইরাকিরা দেশটিতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মুহাম্মাদ কাজেম আল-সাদিককে (ডানে) হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির প্রয়াণে সান্ত্বনা জানাচ্ছেন। (২০মে ২০২৪)

রবিবার দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির জন্য পাঁচ দিনের শোক পালন করছে দেশটির ইসলামপন্থী শাসকরা। একইসঙ্গে শাসকবিরোধী ইরানিরা দেশে, বিদেশে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে রাইসির প্রয়াণের সংবাদ উদযাপন করছেন।

ভয়েস অফ আমেরিকার পার্শিয়ান সার্ভিসের হাতে সোমবার নির্ভরযোগ্য উৎস থেকে কিছু ভিডিও এসেছে যেখানে দেখা গেছে ইরানের বিভিন্ন অঞ্চলের মানুষ মিষ্টি ও চকলেট বিতরণ করে রাইসির মৃত্যু উদযাপন করছেন।

ভয়েস অফ আমেরিকা পার্শিয়ান টিভির উপস্থাপক মাসিহ আলিনেজাদ এরকম একটি ভিডিও পেয়ে তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। সেখানে দেখা যাচ্ছে, এক নারী জনসাধারণের জন্য উন্মুক্ত একটি পার্কে ট্রে ভর্তি প্যাস্ট্রি বিতরণ করছেন। ভিডিওতে তার চেহারা দেখা যায়নি। তিনি তার কাছাকাছি উপস্থিত এক নারীকে প্যাস্ট্রি সাধেন।

সংক্ষিপ্ত আলাপচারিতার পর সেই নারী ঠাট্টা করে জিজ্ঞাসা করেন, কি উপলক্ষে প্যাস্ট্রি বিতরণ করা হচ্ছে। প্যাস্ট্রি বিতরণকারী নারী জবাবে বলেন, তারা উভয়ই জানেন উপলক্ষটি কি। সরাসরি না হলেও পরোক্ষভাবে তিনি রাইসির মৃত্যুর দিকে ইঙ্গিত করেন, যা ভিডিওতে স্পষ্ট হয়েছে।

ভয়েস অফ আমেরিকা উদযাপনমূলক ভিডিওর প্রেক্ষাপট নিরপেক্ষভাবে যাচাই করতে পারেনি, কারণ সংস্থাটির বিরুদ্ধে ইরানের অভ্যন্তরে সংবাদ পরিবেশনে নিষেধাজ্ঞা রয়েছে।

সোমবার বিরোধিতাকারী প্রবাসী ইরানিরা ইউরোপের গুরুত্বপূর্ণ শহরগুলোতে দেশটির কূটনীতিক মিশনগুলোর বাইরে আরও খোলামেলা উদযাপন করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ও ভয়েস অফ আমেরিকার পার্শিয়ান সার্ভিসের কাছে পাঠানো ভিডিওতে ইরানিদের লন্ডন, কোপেনহেগেন, হেগ ও হামবুর্গে সঙ্গীতের সঙ্গে নাচতে দেখা যায়।

ইরানের শরিয়াভিত্তিক শাসকদের সমালোচকরা সামাজিক যোগাযোগমাধ্যমে রাইসি ও তার মিত্রদের নিয়ে বিদ্রূপাত্মক ও হাস্যরসাত্মক কন্টেটের বন্যা বইয়ে দিয়েছেন। তারা পার্সি ভাষায় হ্যাশট্যাগ “হেলিকাটলেট” ব্যবহার করেন, যা হেলিকপ্টার ও কাটলেটের সমন্বয়ে তৈরি। ২০২০ সালে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় শীর্ষ ইরানি কমান্ডার কাশেম সোলেমানি নিহত হওয়ার পর একই কায়দায় ইরানের অনেক সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী তাকে কাটলেট বলে অভিহিত করে উদযাপন করেছিলেন।

সোমবার ইরানের সাইবার পুলিশ প্রধান সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে হুশিয়ারি দিয়ে বলেন, “আমরা নিবিড়ভাবে সাইবারস্পেসের ওপর নজর রাখছি।” পুলিশ ইরানের নাগরিকদের পরামর্শ দিয়ে বলেছে, “চলমান সংবেদনশীল পরিস্থিতিতে” তাদের উচিত হবে “উস্কানিমূলক” কন্টেন্ট পোস্ট করা থেকে “বিরত” থাকা।

ভয়েস অফ আমেরিকার পার্শিয়ান সার্ভিস এই প্রতিবেদন তৈরিতে কাজ করেছে।