এক ঝলকে আমেরিকার বিশেষ কিছু খবর

Your browser doesn’t support HTML5

বাল্টিমোরের ফ্রান্সিস স্কট কি ব্রিজটি মার্চ মাসে যে কন্টেইনার জাহাজের ধাক্কায় মারাত্মকভাবে ধসে পড়েছিল সেই জাহাজটিকে আজ কাছাকাছি একটি সামুদ্রিক টার্মিনালে সরিয়ে নেওয়ার কথা রয়েছে।

প্রেসিডেন্ট জো বাইডেন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অব কালারড পিপলস (এনএএসিপি) ডেট্রয়েট শাখা থেকে আজীবন সম্মাননা গ্রহণের সময় সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনা করেন। ট্রাম্পের প্রচারণা শিবিরের মুখপাত্র ক্যারোলিন লেভিট বাইডেনের মন্তব্যকে “অযৌক্তিক” বলে উড়িয়ে দিয়েছেন।

ফিলিস্তিনীপন্থী বিক্ষোভকারীরা সপ্তাহান্তে ফিলাডেলফিয়ার ড্রেক্সেল বিশ্ববিদ্যালয়ে একটি নতুন শিবির স্থাপন করেছে ফলে স্কুল ভবনগুলি লকডাউন হয়ে পরে। পার্শ্ববর্তী পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের একটি স্কুল ভবন দখলের চেষ্টা কর্তৃপক্ষ ব্যর্থ করার একদিন পরে এই ঘটনাটি ঘটে।