ইরানের প্রেসিডেন্ট রাইসির মৃত্যুতে বিশ্বনেতাদের প্রতিক্রিয়া

ইরানের প্রেসিডেন্সি প্রদত্ত এই ছবিতে দেখা যাচ্ছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরাব্দোল্লাহিয়ান, প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও সে দেশের বিচার বিভাগের প্রধান গোলাম হোসেইন মোহসেনি-ইজাই (বাম দিক থেকে)। ফাইল ফটোঃ ২৩ ডিসেম্বর, ২০২৩।

হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরআবদুল্লাহিয়ানের মৃত্যুতে পাকিস্তান একদিন ও লেবানন তিন দিনের শোক ঘোষণা করেছে। পাশাপাশি বিভিন্ন দেশের সরকার ইরানকে সমবেদনা জানিয়েছে।

ইরানের কর্মকর্তারা ইরান-আজারবাইজান সীমান্ত থেকে হেলিকপ্টারে ফিরছিলেন। পথে এই হেলিকপ্টার ভেঙে পড়ে রবিবার। আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ সোমবার বলেন, “এই মারাত্মক ক্ষতিতে তিনি গভীরভাবে স্তম্ভিত। ভ্রাতৃত্ব ও বন্ধুত্বপূর্ণ ইসলামি প্রজাতন্ত্রী ইরান ও সে দেশের মানুষের উপর বড় ক্ষতি নেমে এসেছে।”

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাইসিকে একজন “অনন্যসাধারণ রাজনীতিক” হিসেবে প্রশংসা করেছেন।

পুতিন বলেন, “রাইসি একজন অনন্যসাধারণ রাজনীতিক। নিজের মাতৃভূমির জন্য তিনি তার সমগ্র জীবন উৎসর্গ করেছিলেন। রাশিয়ার প্রকৃত মিত্র হিসেবে আমাদের দুই দেশের মধ্যে ভাল প্রতিবেশীসুলভ সম্পর্ক তৈরিতে তিনি ব্যক্তিগতভাবে অমূল্য অবদান রেখেছিলেন।”

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং রাইসির মৃত্যুকে “মর্মান্তিক” বলে অভিহিত করে বলেন, “চীনের মানুষ একজন ভাল বন্ধুকে হারিয়েছে।”

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ইরানের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন এবং বলেছেন, “সিরিয়া ও ইরানের মধ্যে সব সময় কৌশলগত সম্পর্ক গড়ে তোলার বিষয়কে নিশ্চিত করতে” সিরিয়া রাইসির সঙ্গে কাজ করেছে।

মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ এল-সিসি “এই ব্যাপক ক্ষতিতে ইরানের নেতৃত্ব ও মানুষের” প্রতি মিশরের সংহতি জানিয়েছেন।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান রাইসিকে “মূল্যবান সহকর্মী ও ভাই” বলে অভিহিত করেছেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, এই ঘটনায় তিনি স্তম্ভিত এবং “এই শোকের সময় ভারত ইরানের পাশে রয়েছে।”

ইরাকের প্রধানমন্ত্রী মহম্মদ শিয়া আল-সুদানি “ভীষণ দুঃখ ও শোক” প্রকাশ করেছেন।

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট বিন জায়েদ আল নাহিয়ান বলেন, “এই কঠিন সময়ে আমিরাত ইরানের সঙ্গে সংহতি প্রকাশ করছে।”

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেন, রাইসির মৃত্যুতে তিনি “গভীরভাবে দুঃখিত।” রাইসিকে তিনি “অসাধারণ মানুষ, নিজের দেশের মানুষদের সার্বভৌমত্বের রক্ষক ও আমাদের দেশের নিঃশর্ত বন্ধু” বলে অভিহিত করেন।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেন, “নিজের দেশের মানুষের কল্যাণ ও দেশের মর্যাদার প্রতি গভীরভাবে দায়বদ্ধতার প্রতীক রাইসি।”

ইউরোপীয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল বলেন, ইউরোপীয় ইউনিয়ন “তাদের আন্তরিক সমবেদনা প্রকাশ করছে।”

মিশেল বলেছেন, “পরিবারগুলিকে আমাদের সমবেদনা।”