নেভাডার এক বাড়ি ঝিঁঝি পোকার ঝাঁকে ঢেকে গেছে

Your browser doesn’t support HTML5

স্থানীয় গণমাধ্যমের রিপোর্ট অনুসারে, মরমন ঝি ঝি পোকার বড়সর ঝাঁক উত্তর নেভাদায় নেমে এসেছে, যার ফলে বাড়িঘর, কৃষিজমি এবং ব্যবসায় নানান রকম সমস্যা দেখা দিয়েছে।

শনিবার ১৮ মে'র রয়টার্সের সাথে শেয়ার করা সোশ্যাল মিডিয়া ফুটেজে নেভাদার স্প্রিং ক্রিকের একটি বাড়ির বাইরের অংশে হাজার হাজার পোকামাকড় দেখা গেছে, এবং বাড়ির মালিক তাদের তাড়িয়ে দেওয়ার জন্য একটি লিফব্লোয়ার ব্যবহার করছেন।

এই পোকামাকড়গুলি উড়তে না পারলেও প্রায় দুই ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, তারা গত এক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্রের নেভাদা রাজ্যে ঝাঁপিয়ে পড়েছে।

ইউএস ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার (ইউএসডিএ) বলেছে যে মরমন ঝি ঝি পোকাগুলি কৃষি জমি জুড়ে ছড়িয়ে পড়ায় অর্থনৈতিক এবং পরিবেশগত ক্ষতি দেখা দিতে পারে।