স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী গুলিবিদ্ধ, গুরুতর আহত

উদ্ধারকর্মীরা স্লোভাকিয়ার একটি হাসপাতালে গুলিবিদ্ধ ও আহত প্রধানমন্ত্রী রবার্ট ফিকোকে নিয়ে যাচ্ছেন। (১৫ মে ২০২৪)

স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো বুধবার বিকেলে হ্যান্ডলোভায় মন্ত্রিসভার বৈঠকের পর গুলিবিদ্ধ হন। তিনি এখন হাসপাতালে ভর্তি রয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, হান্ডলোভার হাউস অফ কালচারের বাইরে ফিকো সমর্থকদের সাথে দেখা করার সময় চারবার গুলি করা হয়। ৫৯ বছর বয়সী প্রধানমন্ত্রীর পেটে একবার গুলি লাগে।

স্থানীয় সংবাদমাধ্যম টিভি স্টেশন টিএথ্রি জানায়, পুলিশ সন্দেহভাজন একজনকে আটক করেছে।

জরুরি পরিষেবা বিভাগ জানায়, নেতার জন্য একটি হেলিকপ্টার পাঠানো হয়েছে।

বামপন্থী পপুলিস্ট এই প্রধানমন্ত্রী গত বছর রুশপন্থী, যুক্তরাষ্ট্রবিরোধী প্ল্যাটফর্মে তার দল পার্লামেন্ট নির্বাচনে জয়ী হওয়ার পর চতুর্থবারের মতো ক্ষমতায় ফিরে আসেন।

স্লোভাকিয়ার প্রেসিডেন্ট জুজানা কাপুতোভা এই হামলার নিন্দা জানান।

তিনি বলেন, “আমি হতবাক। এই সংকটের মুহূর্তে রবার্ট ফিকো যাতে অনেক শক্তি পান এবং দ্রুত আরোগ্য লাভ করেন আমি সেই কামনা করি।”

ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেন, “এই ভয়াবহ খবর শুনে আমি মর্মাহত। প্রধানমন্ত্রী ফিকো এবং তার পরিবারের প্রতি আমাদের সমবেদনা রইলো।”

এই প্রতিবেদনের কিছু তথ্য এপি, এএফপি এবং রয়টার্স থেকে নেয়া হয়েছে।