ইরান থেকে গোপনে ইউরোপের অজ্ঞাত স্থানে পালিয়ে যাওয়া চলচ্চিত্র পরিচালক মোহাম্মদ রাসুলফ মঙ্গলবার বিশ্ব চলচ্চিত্র সম্প্রদায়ের প্রতি তার সহকর্মীদের ‘দৃঢ় সমর্থন’ দেয়ার আহ্বান জানিয়েছেন।
জাতীয় নিরাপত্তার অভিযোগে কারাদণ্ডে দণ্ডিত রাসুলফ বলেন, ইরানে এখনো তার সহকর্মী চলচ্চিত্র নির্মাতাদের ‘নিরাপত্তা ও মঙ্গল’ নিয়ে তিনি শঙ্কিত।
বার্তা সংস্থা এএফপিকে দেয়া এক বিবৃতিতে রাসুলফ বলেন, “বিশ্ব চলচ্চিত্র সম্প্রদায়কে অবশ্যই এই চলচ্চিত্রগুলোর নির্মাতাদের জোরালো সমর্থন দিতে হবে।”
“জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে আঁতাতের” অভিযোগে আট বছরের কারাদন্ডে দণ্ডিত হওয়ার কয়েকদিন পর সোমবার রাসুলফ ঘোষণা করেন, তিনি ইরান থেকে গোপনে পালিয়ে গেছেন।
রাসুলফ তার সর্বসাম্প্রতিক চলচ্চিত্র ‘দ্য সিড অফ দ্য স্যাক্রেড ফিগ’ কান থেকে প্রত্যাহার করে নেয়ার জন্য ইরানি কর্তৃপক্ষের চাপের মুখে ছিলেন। কানে সিনেমাটি উৎসবের শীর্ষ পুরস্কার পাম ডি’অরের জন্য প্রতিযোগিতা করবে।
কানের পরিচালক থিয়েরি ফ্রেমক্স বলেন, ৫১ বছর বয়সী রাসুলফ যাতে আগামী সপ্তাহে তার প্রিমিয়ারে অংশ নিতে পারেন তা নিশ্চিত করার কান কর্তৃপক্ষ ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কাজ করছে।
রাসুলফের বিবৃতিতে বলা হয়েছে, প্রিমিয়ারে অংশ নিতে পারবেন কি না তা তিনি এখনো জানেন না।
২০২০ সালে ‘দেয়ার ইজ নো ইভিল’ ছবির জন্য বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের গোল্ডেন বেয়ার জয়ী রাসুলফ বলেন, ‘দীর্ঘ ও জটিল যাত্রা শেষে আমি কিছুদিন আগে ইউরোপে পৌছেছি।’
তিনি বলেন, তার সর্বসাম্প্রতিক চলচ্চিত্রটি ইরানের এমন একটি ছবি তুলে ধরেছে যা “ইসলামিক প্রজাতন্ত্রের সেন্সরশিপ প্রভাবিত আখ্যান থেকে অনেক দূরে এবং বাস্তবতার কাছাকাছি।”
তিনি এবং তার সহকর্মীরা কর্তৃপক্ষের চাপের মুখে পড়ার পর রাসুলফ জানতে পেরেছিলেন যে, তার “অন্যায্য” আট বছরের কারাদণ্ড শীঘ্রই কার্যকর করা হবে। তিনি অনুভব করেন, পালিয়ে যাওয়া ছাড়া তার আর কোনো উপায় নেই।