বাংলাদেশের ফুচকাই সেরাঃ ঢাকায় ফুচকা খেয়ে ডনাল্ড লু

Your browser doesn’t support HTML5

ঢাকায় এসে মঙ্গলবার (১৪ মে) রাতে সেলিব্রিটি শেফ রহিমা সুলতানার তৈরি ফুচকা ও ঝালমুড়ির স্বাদ নিলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডনাল্ড লু।

ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসের ফেসবুক পেইজে পোষ্ট করা ভিডিওতে দেখা গেছে, ডনাল্ড লু ফুচকা ও ঝালমুড়ির খেয়ে দেখছেন। এ সময় তার সাথে আরও উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস।

ফুচকা খেয়ে ডনাল্ড লু বলেছেন, ‘বাংলাদেশি ফুচকা ইজ দ্য বেস্ট।’

দুদিনের সফরে মঙ্গলবার ঢাকায় পৌঁছেন ডনাল্ড লু। সফরের প্রথম দিনে তিনি বাংলাদেশের সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন।

বুধবার লুর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী ও পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনায় অংশ নেবেন। পরে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি।

গত ৭ জানুয়ারির নির্বাচনের পর এটি বাংলাদেশে তার প্রথম সফর। এবারের ত্রী-রাষ্ট্রীয় সফরে তিনি এরই মধ্যে ভারত ও শ্রীলংকা সফর করেছেন।