এক ঝলকে আমেরিকার বিশেষ কিছু খবর

Your browser doesn’t support HTML5

ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়ার সামরিক বাহিনীর শক্তিশালী হামলার মুখে মিত্রদের আশ্বস্ত করতে পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন মঙ্গলবার কিয়েভ সফর করেছেন। ব্লিংকেন বলেন, রুশ আগ্রাসনের বিরুদ্ধে আমেরিকার সামরিক সহায়তা প্রকৃতঅর্থেই পার্থক্য নিয়ে আসবে।

বাল্টিমোরে ধসে পড়া ফ্রান্সিস স্কট কি ব্রিজের সবচেয়ে বড় স্প্যানটিতে ক্রুরা নিয়ন্ত্রিত বিস্ফোরণের সাহায্য সেতুটি ভেঙে ফেলেছে। ২৬ মার্চ একটি কন্টেইনার জাহাজ সেতুর একটি সাপোর্ট কলামে ধাক্কা দিলে সেতুটি ধসে পড়ে। ঐ ঘটনায় ৬জন নিহত হয়।

যুক্তরাষ্ট্রর প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার হোয়াইট হাউসে এশিয়ান আমেরিকান, নেটিভ হাওয়াইয়ান এবং প্যাসিফিক আইল্যান্ডার হেরিটেজ মান্থ উপলক্ষে আয়োজিত এক সম্বর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন। বাইডেন সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বাগাড়ম্বরের বিপরীতে তার নীতিগত সাফল্যের ওপর জোর দিয়েছেন।