জগন্নাথ বিশ্ববিদ্যালয়ঃ তিথি সরকারকে ধর্মীয় অনুভূতিতে আঘাতের দায়ে ৫ বছরের কারাদণ্ড

প্রতীকী ছবি

সামাজিক মাধ্যমে ধর্ম নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে, ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী তিথি সরকারকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে ঢাকার একটি আদালত।

সোমবার (১৩ মে) বাংলাদেশের রাজধানী ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াত এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী জুয়েল মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিথি সরকারের বিরুদ্ধে ২০২০ সালের ২ নভেম্বর পল্টন থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়। একই বছরের ৫ নভেম্বর ঢাকার সাইবার ট্রাইব্যুনালে আবু মুসা রিফাত নামে এক ব্যক্তি বাদী হয়ে আরেকটি মামলা করেন।

মামলার এজাহারে বলা হয়, তিথি সরকার ফেসবুকে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করেছেন, যা ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। মামলার তদন্ত কর্মকর্তা ২০২১ সালের ১৯ মে চার্জশিট দাখিল করেন। তিথি সরকারের বিরুদ্ধে ২০২১ সালের ৪ নভেম্বর অভিযোগ গঠন করে আদালত।

তিথি সরকার বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার দপ্তর সম্পাদক ছিলেন। ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন, এমন অভিযোগে তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।

তাকে বহিষ্কারের দাবিতে, ২০২০ সালে বেশ কয়েকদিন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করে কিছু শিক্ষার্থী। এরপর, ওই বছরের ২৬ অক্টোবর তিথিকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়।

উল্লেখ্য, ফেসবুক আইডি হ্যাক হয়েছে দাবি করে রাজধানী ঢাকার পল্লবী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন তিথি সরকার।