একজন শিশুর কাছে মা-ই তার পুরো পৃথিবী, মা-ই প্রথম এবং শেষ কথা। মা-কে দিয়েই তারা জগতের সাথে পরিচিত হয়, মায়ের চোখ দিয়েই বিশ্ব দেখে।
কিন্তু যেই মা তাদের সব, সেই মা-কে তারা আসলে কিভাবে দেখে? এবারের মা দিবস উপলক্ষ্যে ছোট্ট শিশুদের দৃষ্টিতে তার মা সম্পর্কে জানতে ভিওএ-এর পক্ষ থেকে যাওয়া হয় ধানমন্ডির একটি প্রি-স্কুলে।
সেখানে দুই থেকে সাড়ে তিন বছর বয়সী কয়েকজন শিশুর কাছে জানতে চাওয়া হয় তার মাকে তারা কি চোখে দেখে, মায়ের দৈনন্দিন কর্মকান্ড ও মা-কে ঘিরে এই শিশুদের স্বপ্ন সম্পর্কে। তাদের কেউ ভাবে মায়ের বয়স পাঁচ, আবার কেউ ভাবে মায়ের বয়স একশ! তাদের মধ্যে কেউ কেউ বড় হয়ে মা-কে রকেট কিনে দিতে চায়, কেউ প্লেন, কেউবা সিএনজি।
কিন্তু যেই কথাটি প্রতিটা শিশু একবাক্যে জানিয়েছে, তা হল মায়ের প্রতি তাদের অকৃত্তিম আর অপার ভালোবাসা।
মা দিবস উপলক্ষ্যে এই বিশেষ রিপোর্টটি তৈরি করেছেন মারজানা সাফাত।
প্রতিবেদন তৈরিতে বিশেষ সহযোগিতা করেছে Instinct Kidz Planet.