সুপার হিরো মা

Your browser doesn’t support HTML5

সোনিয়া হাসান (৪৫) ডাকসাঁইটে অভিনয় শিল্পী, পঁচিশ বছর ধরে মাতিয়ে রেখেছেন মঞ্চের দর্শকদের। মেয়ের বয়স যখন দশ, তখন দীর্ঘ তের বছরের এইচআর ক্যারিয়ার ছেড়ে ফুল টাইম মা হয়ে যান সোনিয়া। সাথে অভিনয়টাও চালিয়ে গেছেন। এখন মেয়ে বড় হয়ে যাবার পর নাট্যকলায় পিএইচডি করছেন।

মা-র দেখাদেখি মেয়ে আর্য মেঘদূতও (২০) এসেছেন অভিনয়ের জগতে। এ বছর 'অ্যান ফ্র্যাঙ্ক' নাটকে তার সোলো পারফর্ম্যান্স সমাদৃত হয়েছে ভারতের বিখ্যাত ন্যাশনাল স্কুল অফ ড্রামাতে। পড়ালেখাতেও ভীষণ ভালো মেঘ। স্কুলে বরারর ফার্স্ট-সেকেন্ড হতেন। এ-লেভেলে কেমিস্ট্রিতে ওয়ার্ল্ড হাইয়েস্ট পান।

পৃথিবীখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ফুল স্কলারশিপ নিয়ে সেই রসায়নেই আন্ডারগ্র্যাড করতে ইংল্যান্ড পাড়ি জমাবেন এই সেপ্টেম্বরে। "এর চেয়ে বড় এ্যাচিভমেন্ট আর কিছু হতে পারে না বাবা-মার জন্য," ভয়েস অফ আমেরিকাকে বলেন সোনিয়া।

চলুন, বেড়িয়ে আসি এই মা-মেয়ে 'ডাইনামিক ডুয়ো'র একান্ত জীবনে। ভালোবাসা আর বন্ধুত্বের শ্বাশত রূপকে আস্বাদন করি এই মা-দিবসে।

সাকিব প্রত্যয়ের প্রতিবেদন।