রাফায় ইসরায়েলের হামলা হামাসকে শক্তিশালী করবে, বলছে হোয়াইট হাউস

দক্ষিণ গাজার পূর্বাঞ্চলে ইসরায়েলি বাহিনী অভিযান শুরুর পর রাফা থেকে পশু-টানা গাড়িতে চেপে পালিয়ে যাচ্ছে ফিলিস্তিনিরা। ফটোঃ ৯ মে, ২০২৪।

রাফায় সীমিত অভিযানের পরিবর্তে ইসরায়েলের সার্বিক হামলার বিরুদ্ধে পুনরায় সরব হয়েছে যুক্তরাষ্ট্র। এবার কেবলমাত্র দীর্ঘ-প্রতীক্ষিত মানবিক উদ্বেগের জন্য নয়, সেই সঙ্গে কৌশলগত হিসেবনিকেশের জন্যও যুক্তরাষ্ট্রের এই সতর্কতা।

জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কারবি বৃহস্পতিবার সংবাদদাতাদের বলেন, “আমাদের মতামত হল, রাফা অভিযান, রাফায় যে কোনও বড় স্থল অভিযান কার্যত সমঝোতার বৈঠকে হামাসের হাতকেই শক্ত করবে, ইসরায়েলকে নয়।”

কারবি আরও বলেন, রাফায় যদি ব্যাপক হারে বেসামরিক নাগরিকদের ক্ষয়ক্ষতি হয় তাহলে হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারের “আলোচনার টেবিলে আসার ইচ্ছা অপেক্ষাকৃত কম হবে।” উল্লেখ্য, গাজার সুড়ঙ্গজালের মধ্যে সিনওয়ার লুকিয়ে রয়েছে বলে মনে করা হচ্ছে।

প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তি (হামাস বলেছিল, তাদের সম্মতি রয়েছে এই চুক্তিতে) ইসরায়েল প্রত্যাখ্যান করার পর চলতি সপ্তাহের শুরুতে রাফার পূর্বাঞ্চলে “সীমিত অভিযান” চালাতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছিলেন সে দেশের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ওই চুক্তি সম্পাদিত হলে সাময়িকভাবে যুদ্ধ স্থগিত হতে পারত এবং ইসরায়েলের জেলে বন্দি ফিলিস্তিনিদের বিনিময়ে হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তিরও সম্ভাবনা ছিল।

মিশরের রাষ্ট্রীয় গণমাধ্যমের বক্তব্য অনুযায়ী, কায়রোতে বৃহস্পতিবার মিশর, কাতার ও যুক্তরাষ্ট্রসহ অন্যান্য মধ্যস্থতাকারীদের উপস্থিতিতে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি সংক্রান্ত বোঝাপড়া স্থগিত হয়ে গেছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথু মিলার বৃহস্পতিবার সংবাদদাতাদের বলেন, হামাসের পাল্টা প্রস্তাবে পরিবর্তন আনতে সমঝোতার কাজ এখনও চলছে, তবে চুক্তির বয়ান চূড়ান্ত করা “অবিশ্বাস্যরকম কঠিন” একটা প্রক্রিয়া।

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাৎজ বৃহস্পতিবার বলেছেন, “হামাসকে ধ্বংস না করা পর্যন্ত তার দেশের সামরিক বাহিনী লড়াই অব্যাহত রাখবে।”

প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, রাফায় ব্যবহারের জন্য ইসরায়েলকে আক্রমণাত্মক অস্ত্র দেবে না যুক্তরাষ্ট্র। পাশাপাশি তিনি ইসরায়েলের প্রতিরক্ষার প্রতি দায়বদ্ধতার কথাও বলেছেন তিনি। বাইডেনের বক্তব্যের একদিন পর কাৎজ ওই মন্তব্য করেন।

যুক্তরাষ্ট্র বুধবার ঘোষণা করেছে, তারা ১৮০০৯০৭ কিলোগ্রাম (২ হাজার পাউন্ড) বোম ও ১৭০০২২৬ কিলোগ্রাম (৫০০ পাউন্ড) বোমা সম্বলিত অস্ত্রের চালান স্থগিত করছে। গাজার অন্যান্য অংশে যেভাবে হামলা চালানো হয়েছে সেভাবে রাফার বেসামরিক নাগরিক-অধ্যুষিত এলাকাগুলিতে ইসরায়েল এই অস্ত্র ব্যবহার করতে পারে—এই উদ্বেগের কারণে এমন স্থগিতাদেশ।

যুদ্ধবিরতির জন্য হামাসের পাল্টা প্রস্তাব যুক্তরাষ্ট্রের প্রশাসন সমর্থন করবে কিনা যা হামাসের নেতাদের জীবিত থাকতে সাহায্য করবে—ভিওএ-র এই প্রশ্নের প্রত্যুত্তর দেয়নি ওয়াইট হাউস।

রাফা এলাকায় ইসরায়েলের অভিযানের মধ্যে জ্বালানিসহ অন্যান্য মানবিক ত্রাণ ও সামগ্রী গাজায় পৌঁছনো নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের কর্মকর্তারা।

জাতিসংঘের ফিলিস্তিনি ত্রাণ বিষয়ক সংস্থা আনরা এক বিবৃতিতে জানিয়েছে, বৃহস্পতিবার পূর্ব জেরুজালেমে তারা তাদের দপ্তর বন্ধ করে দিয়েছে। এই সংস্থার সদর দফতরের ঘেরাটোপের মধ্যে ইসরায়েলি বাসিন্দারা দুইবার আগুন লাগিয়ে দেওয়ার পর এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

হামলাকারীদের তদন্তের আওতায় এনে দোষী সাব্যস্ত করার আহ্বান জানিয়েছে আনরা।

যুক্তরাষ্ট্র ১৯৯৭ সালে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে। ইসরাইল, মিশর, ইউরোপীয় ইউনিয়ন এবং জাপানও হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে।