শনিবার মস্কো সিটি কোর্টের টেলিগ্রাম চ্যানেলে তারা বলে, মস্কোর একটি আদালত মস্কোর শহরতলির একটি কনসার্ট হলে বন্দুকধারীদের হামলায় সহযোগী হিসেবে আরেক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেছে। মার্চ মাসে ঘটা এ হামলায় ১৪৪ জন নিহত হয়।
তাজিকিস্তানের নাগরিক ঝুমোখোন কুরবোনভের বিরুদ্ধে হামলাকারীদের মধ্যে যোগাযোগ ও অর্থায়নে ব্যবস্থা করে দেওয়ার অভিযোগ রয়েছে। মস্কোর বাসমানি জেলা আদালতের বিচারক রায় দেন, কুরবোনভকে ২২ মে পর্যন্ত তদন্ত ও বিচারের জন্য তাদের হেফাজতে রাখা হবে।
রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ নভোস্তি জানায়, কুরবোনভক ১১ এপ্রিল গুন্ডামি করার প্রশাসনিক অভিযোগে ১৫ দিনের জন্য আটক করা হয়। রাশিয়ার স্বাধীন সংবাদমাধ্যম মিডিয়াজোনা উল্লেখ করে, যখন কারও বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা প্রস্তুত করা হয়, তখন সন্দেহভাজন ব্যক্তিটিকে রাশিয়ার নিরাপত্তা বাহিনীর হেফাজতে রাখা একটি সাধারণ প্রথা।
আরআইএ নভোস্তির মতে, ক্রোকাস সিটি হল কনসার্ট ভেন্যুতে হামলা চালানোর অভিযোগে চারজন সহ মামলায় বারোজন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।
এই চারজন আসামী সন্ত্রাসবাদের অভিযোগে মার্চের শেষে মস্কোর একই আদালতে হাজির হন এবং তাদের উপর গুরুতর মারধরের চিহ্ন দেখা যায়। শুনানির সময় একজনকে প্রায় অবচেতন দেখা যায়। আদালত আদেশ দেয়, এই লোকদের, যাদের সকলকে গণমাধ্যম তাজিকিস্তানের নাগরিক হিসাবে চিহ্নিত করেছে, তাদেরও ২২ মে পর্যন্ত হেফাজতে রাখা হবে।
ইসলামিক স্টেট গোষ্ঠীর একটি উপদল এই গণহত্যার দায় স্বীকার করেছে। এই ঘটনায় বন্দুকধারীরা একটি জনপ্রিয় রক ব্যান্ডের অনুষ্ঠানের জন্য অপেক্ষা করা লোকদের উপর গুলি করে এবং তারপরে ভবনটিতে আগুন লাগিয়ে দেয়। কিন্তু, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ রুশ কর্মকর্তারা কোনোও প্রমাণ উপস্থাপন না করেই ক্রমাগত দাবি করেছেন যে, হামলায় ইউক্রেন ও পশ্চিমাদের ভূমিকা ছিল।
ইউক্রেন জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছে এবং ইউক্রেনের কর্মকর্তারা দাবি করেন যে মস্কো ইউক্রেনে তার লড়াইকে তীব্র করার অজুহাত হিসাবে এই অভিযোগটি চাপিয়ে দিচ্ছে।