নেতানিয়াহু বলছেন, পশ্চিম তীরে নিখোঁজ ইসরাইলি কিশোরকে “হত্যা' করা হয়েছে”

ইসরাইল অধিকৃত পশ্চিম তীরের রামাল্লার কাছে আল-মুঘাইর গ্রামের একটি বাড়ির ক্ষয়ক্ষতি দেখছেন একজন ফিলিস্তিনি নাগরিক, ১৩ এপ্রিল ২০২৪।

শনিবার অধিকৃত পশ্চিম তীরে নিখোঁজ এক ইসরাইলি কিশোরের মৃতদেহ পাওয়া গেছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এটিকে “জঘন্য হত্যাকাণ্ড” বলে অভিহিত করেছেন।

শুক্রবার ১৪ বছর বয়সী বেঞ্জামিন আচিমির নিখোঁজ হলে, ফিলিস্তিনি গ্রামগুলোতে ব্যাপক তল্লাশি চালানো ও হামলার ঘটনা ঘটে।

নেতানিয়াহু এক বিবৃতিতে, এই কিশোরের ঘৃণ্য হত্যাকান্ডের ঘটনাকে একটি গুরুতর অপরাধ হিসেবে উল্লেখ করে “তাদের এবং তাদের সহযোগীদের খুঁজে বের করতে ইসরাইলি বাহিনী নিবিড়ভাবে কাজ করছ” বলে জানান।

আচিমিরের নিখোঁজ হওয়ার পর ইসরাইলি নিরাপত্তা বাহিনী ও শত শত স্বেচ্ছাসেবকসহ একটি তল্লাশি দল গঠন করা হয়েছে।

শুক্রবার বিকেলে ইহুদি বসতি স্থাপনকারীরা মালাচি হাশালোমের কাছে আল-মুঘাইর গ্রামে অভিযান চালিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়, শুক্রবার এই ঘটনায়, অন্তত একজন নিহত ও ২৫ জন আহত হয়েছেন বলে জানায়।

শুক্রবার ভোরে রামাল্লা শহরের কাছে মালাচি হাশালোম ফাঁড়ি থেকে আচিমির নামে এই কিশোর নিখোঁজ হয়। পরে এর কাছাকাছি এক স্থানে তার মৃতদেহ পাওয়া যায় বলে ইসরাইলি সেনা ও নিরাপত্তা বাহিনী জানায়।

পশ্চিম তীরে লক্ষ লক্ষ ইসরাইলের অধিবাসী বসতি স্থাপন করেছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী যা কিনা অবৈধ হিসেবে বিবেচনা করা হয়।

ইসরাইল আর হামাসের যুদ্ধে গাজায় এই ঘটনা উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে।

ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা জানিয়েছে, রাতে রামাল্লার কাছে আবু ফালাহ গ্রামে ইসরাইলি বসতি স্থাপনকারীদের আরও একটি হামলায় ৫ জন ফিলিস্তিনি আহত হয়েছেন।