ইস্তাম্বুলে নাইট ক্লাবে সংস্কার কাজ চলাকালে অগ্নিকাণ্ড, নিহত ২৯

মঙ্গলবার তুরস্কের ইস্তাম্বুলের একটি নাইটক্লাবে আগুন লাগার পর দমকলকর্মীরা কাজ করছেন। ২ এপ্রিল, ২০২৪।

তুরস্কের ইস্তাম্বুলের একটি নাইটক্লাবের পুনর্নিমাণ কাজ চলাকালে অগ্নিকাণ্ডে অন্তত ২৯ জন নিহত হয়েছেন। জিজ্ঞাসাবাদের জন্য ক্লাবের ম্যানেজারসহ বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।

ইস্তাম্বুলের গভর্নরের দপ্তরের এক বিবৃতিতে জানিয়েছে, অন্তত একজনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

সংস্কারের জন্য বন্ধ করে দেয়া মাস্কেরেড নাইটক্লাবটি শহরের ইউরোপীয় দিকে বেসিকতাস এলাকার একটি ১৬ তলা আবাসিক ভবনের নিচতলা এবং বেসমেন্টের মেঝেতে অবস্থিত ছিল। আগুন নিভিয়ে ফেলা হয়েছে।

ঘটনাস্থলে গভর্নর দাভুত গুল সংবাদদাতাদের বলেন, অগ্নিকাণ্ডের কারণ তদন্ত করা হচ্ছে এবং হতাহতরা পুনর্নিমাণ কাজের সাথে জড়িত ছিল বলে ধারণা করা হচ্ছে।

বিচারমন্ত্রী ইলমাজ টুনক বলেন, কর্তৃপক্ষ জিজ্ঞাসাবাদের জন্য ক্লাবের ম্যানেজার এবং সংস্কারের দায়িত্বে থাকা একজনকে আটক করেছে।

মেয়র একরেম ইমামোগলু বলেন, কর্তৃপক্ষ পুরো ভবনটি পরিদর্শন করে এটির নিরাপত্তা পরীক্ষা করছে।

ঘটনাস্থলে অনেকগুলো অগ্নি-নির্বাপক ও মেডিকেল টিম পাঠানো হয়েছে।