ফিলিস্তিনিরা গাজায় ইসরাইলি বিমান হামলায় স্বজনদের মৃত্যুতে শোক প্রকাশ করছেন

Your browser doesn’t support HTML5

রবিবার, গাজা উপত্যকার কেন্দ্রীয় এলাকায় অবস্থিত এক অ্যাপার্টমেন্ট ব্লক ইসরাইলি বিমান হামলার লক্ষবস্তু হওয়ায়, সেখানে বসবাসরত অন্তত ২১ জন ফিলিস্তিনি নিহত হয়েছে।

স্বাস্থ্য কর্মকর্তারা এবং এপি সাংবাদিকরা যারা স্থানীয় হাসপাতালে মরদেহ দেখেছেন, তারা একথা নিশ্চিত করেছেন।

অ্যাপার্টমেন্ট বিল্ডিং-এ সালমান ও বুহেসি পরিবার থাকতেন।

রবিবার সন্ধ্যায় দেইর-আল-বালাহতে ঘটা হামলায় সালমান পরিবারের ১০ জন এবং বুহেসি পরিবারের ১১ জন সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্বজন ও চিকিৎসকরা।

ইসরাইল দক্ষিণাঞ্চলীয় রাফাহ শহরে তাদের স্থল অভিযান আরও জোরদার করার কথা বলেছে, যেখানে বেশিরভাগ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়ে আশ্রয় নিয়েছেন। এই হামলাটি তার ঠিক পর পরই ঘটে।

গত বছরের ৭ অক্টোবর হামাস-ইসরাইল যুদ্ধের সূচনা হয় যখন উপত্যকা থেকে জঙ্গিরা দক্ষিণ ইসরাইলে হামলা চালিয়ে ১,২০০ জন ইসরাইলিকে হত্যা এবং প্রায় ২৪০ জনকে জিম্মি করে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, ইসরাইলের পাল্টা আক্রমণ ও বোমাবর্ষণ ৩১,০০০-এরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের পরিসংখ্যানে বেসামরিক এবং যোদ্ধাদের মধ্যে পার্থক্য না করে মৃতদের সংখ্যা প্রকাশ করলেও, তারা বলেছে যে মোট হতাহতের প্রায় দুই-তৃতীয়াংশ নারী ও শিশু।