ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলে প্রবল বর্ষণ

Your browser doesn’t support HTML5

ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যার কারণে মিমোসো ডো সুল সহ অন্যান্য শহরে উদ্ধারের কাজ শুরু হয়ে গেছে।

ভারি বর্ষণ ও বন্যার কারণে ভূমিধসের সৃষ্টি হওয়ায় রিও ডি জেনিরো এবং এসপিরিটো সান্টো রাজ্য জুড়ে কমপক্ষে ২৩ জনের প্রাণহানি হয়।

রাজধানী ভিটোরিয়া থেকে ৭৪ কিলোমিটার, বা ৪৬ মাইল দক্ষিণে অবস্থিত গ্রামাঞ্চলের শহর মিমোসো ডো সুল। সেখানে ১৩ জন সহ এসপিরিটো সান্টোতে মোট ১৫ জনের মৃত্যু নিবন্ধিত হয়েছে।

শুক্রবারের মুষলধারে বৃষ্টির কারণে মুকিডো সুল নদী উপচে পড়াতে শহরের রাস্তা কর্দমাক্ত জলে ভরে যায়।