ফিলিপাইনের জাহাজে জলকামান দিয়ে হামলা করেছে চীনের উপকুল রক্ষী জাহাজ

Your browser doesn’t support HTML5

ফিলিপাইনের সশস্ত্র বাহিনীর শেয়ার করা ফুটেজে দেখা গেছে, শনিবার, ২৩শে মার্চ চীনের উপকুল রক্ষী জাহাজগুলি ফিলিপাইনের রসদ বহনকারী জাহজে জল কামান ছুড়ছে। সেকেন্ড টমাস শোল দ্বীপে মোতায়েন ফিলিপিনো সামরিক ঘাঁটিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের যুদ্ধজাহাজের জন্য জাহাজটি রসদ বহন করছিল।

চীনের উপকূলরক্ষীরা বলেছে যে তারা দক্ষিণ চীন সাগরের বিতর্কিত জলসীমায় ফিলিপাইনের জাহাজগুলির বিরুদ্ধে নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়েছে। তবে ফিলিপাইনের উপকূলরক্ষী এই পদক্ষেপগুলিকে "দায়িত্বজ্ঞানহীন এবং উস্কানিমূলক" বলে নিন্দা করেছে।

ফিলিপাইন কোস্ট গার্ড একটি পৃথক বিবৃতিতে বলেছে, একটি চীনা উপকূলরক্ষী জাহাজ এবং দুটি চীনা সামুদ্রিক মিলিশিয়া জাহাজ একটি ফিলিপাইনের উপকূলরক্ষী জাহাজের গতিপথ রোধের চেষ্টা করেছে।(রয়টার্স)