বিজিবি মহাপরিচালক: ‘সমন্বিত চেকপোস্ট চালু হলে বাংলাদেশ ও ভারত লাভবান হবে’

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী বলেছেন, সমন্বিত চেকপোস্ট ( আইসিপি) চালু হলে বাংলাদেশ ও ভারতের অর্থনীতি সমৃদ্ধ হবে; উভয় দেশ ভবান হবে।

শুক্রবার (২২ মার্চ) খাগড়াছড়ির রামগড় বিজিবি স্মৃতিসৌধ এলাকায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

এর আগে, বিজিবি মহাপরিচালক রামগড় ব্যাটালিয়ন সদর দপ্তর (৪৩ বিজিবি), রামগড় স্থলবন্দর সংলগ্ন সমন্বিত চেকপোস্ট, ভারত-বাংলাদেশ মৈত্রী সেতু এবং বিজিবি স্মৃতিস্তম্ভ পরিদর্শন করেন।

রামগড় স্থলবন্দরের অবস্থান সম্পর্কে বিজিবি মহাপরিচালক জানান, এক্ষেত্রে নিরাপত্তার মাত্রা কিছুটা ভিন্ন হবে। সে জন্য এখানে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নেয়া হচ্ছে।

এখানকার মৈত্রী সেতু, সড়ক পথে চট্টগ্রাম বন্দরের অনেক কাছে বলে উল্লেখ করেন মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী। বলেন, এই সেতুর মাধ্যমে বাণিজ্যের নতুন সমৃদ্ধির দ্বার উন্মোচিত হবে।

এক প্রশ্নের জবাবে বিজিবি মহাপরিচালক জানান, মিয়ানমার থেকে বিজিপি’র যে ১৭৭ জন সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছে তাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।

এর আগে আসা বিজিপি সদস্যদের যে প্রক্রিয়ায় ফেরত পাঠানো হয়েছে, তাদের একই প্রক্রিয়ায় ফেরত পাঠানো হবে বলে জানান তিনি।