গাজা আলোচনার জন্য পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেনের সৌদি আরব সফর

Your browser doesn’t support HTML5

গাজায় যুদ্ধবিরতি নিশ্চিত করা এবং ফিলিস্তিনি ভূখণ্ডে ত্রাণ সরবরাহ বৃদ্ধির প্রচেষ্টা নিয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ২০ মার্চ বুধবার সৌদি আরবে পৌছেছেন।

গত ৭ অক্টোবর ইসরাইল-হামাস যুদ্ধ শুরু হওয়ার পর ব্লিংকেনের ষষ্ঠ মধ্যপ্রাচ্য সফরের প্রথম বিরতিতে জেদ্দায় যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের এই শীর্ষ কূটনীতিকের দেখা করার কথা।

বৃহস্পতিবার ব্লিংকেন মিশর সফর করবেন। মিশর গাজার প্রতিবেশী রাষ্ট্র। মিশরের দূতরা পূর্ববর্তী মধ্যস্থতা প্রচেষ্টায় যুক্ত ছিলেন। (এএফপি)

যুক্তরাষ্ট্র ১৯৯৭ সালে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে। ইসরাইল, মিশর, ইউরোপীয় ইউনিয়ন এবং জাপানও হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে।