পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে আবার জয়ী, আরও ৬ বছরের জন্য নির্বাচিত

রুশ-নিয়ন্ত্রত ক্রাইমিয়ার সিম্ফেরোপল শহরে একজন নারী ভোট দিচ্ছেন, যাকে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বেআইনি বলে অভিহিত করেছেন। ফটোঃ ১৭ মার্চ, ২০২৪।

রাশিয়ায় কর্তৃপক্ষ ঘোষণা করেছে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রেসিডেন্সিয়াল নির্বাচনে ৮৮ শতাংশ ভোট পেয়েছেন।। নির্বাচনে ভোটারদের জন্য এই স্বৈরশাসকের সত্যিকারের কোন বিকল্প ছিল না। পুতিন নির্মমভাবে ভিন্নমত দমন করেছেন।

শুক্রবার থেকে শুরু হওয়া তিন দিনের এই নির্বাচন কঠোরভাবে নিয়ন্ত্রিত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সেখানে পুতিন বা তার ইউক্রেন যুদ্ধের প্রকাশ্য সমালোচনার অনুমতি দেয়া হচ্ছে না।পুতিনের ঘোরতর রাজনৈতিক শত্রু অ্যালেক্সেই নাভালনি গত মাসে আর্কটিক কারাগারে মারা গেছেন এবং অন্যান্য সমালোচকরা হয় কারাগারে বা নির্বাসনে রয়েছেন।

একাত্তর বছর বয়সী এই রুশ নেতা ক্রেমলিন-বান্ধব দলগুলোর তিনটি প্রতীকী প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হয়েছেন।এই প্রতিদ্বন্দ্বীরা তার ২৪ বছরের শাসন বা দুই বছর আগে ইউক্রেনে তার পূর্ণ মাত্রার আগ্রাসনের কোনোপ্রকার সমালোচনা করেনি।

ওয়াইট হাউসের প্রতিক্রিয়া

রয়টার্স বার্তা সংস্থা জানিয়েছে, কম্যুনিস্ট পার্টির প্রার্থী নিকলাই হারতিনভ ৪ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয়, রাজনীতিতে নতুন ভ্লাদিস্লাভ ডাভানকোভ তৃতীয় এবং উগ্র জাতীয়তাবাদী লেওনিদ স্লুটস্কি চতুর্থ স্থানে আসেন।

“পরিষ্কার বোঝা যাচ্ছে, এই নির্বাচন মুক্ত এবং অবাধ ছিল না,” ওয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র বলেন। “মিঃ পুতিন রাজনৈতিক বিরোধীদের জেলে পাঠিয়েছেন এবং অন্যদের তাঁর বিরুদ্ধে নির্বাচনে দাঁড়াতে দেন নি,” তিনি বলেন বলেন বলে রয়টার্স জানিয়েছে।

যেসব রাশিয়ান পুতিনকে নিয়ে অখুশি, তাঁরা বিরোধীদের ডাকে প্রতিবাদ স্বরূপ দুপুরে ভোট কেন্দ্রে হয় অন্য প্রার্থীদের ভোট দিয়েছেন, না হয় তাদের ব্যালট পেপার নষ্ট করেছেন।

পুতিন ফলাফলকে তাঁর উপর মানুষের “আস্থা” এবং “আশার” ইঙ্গিত হিসেবে দেখছেন। কিন্তু তাঁর সমালোচকরা ফলাফলকে নির্বাচনের সাজানো খেলা চরিত্রের প্রতিফলন হিসেবে গণ্য করছেন।

“আমাদের সামনে অবশ্যই অনেক কাজ আছে,” নির্বাচন শেষে পুতিন স্বেচ্ছাসেবকদের এক বৈঠকে বলেন। “কিন্তু আমি একটা জিনিস পরিষ্কার করে বলতে চাইঃ আমরা যখন ঐক্যবদ্ধ ছিলাম, তখন কেউ আমাদের ভয় দেখাতে পারে নাই, আমাদের ইচ্ছা এবং আত্ম-চেতনাকে দমন করতে পারে নাই। তারা অতীতে ব্যর্থ হয়েছে এবং ভবিষ্যতে ব্যর্থ হবে,” তিনি বলেন।

ইউক্রেনীয় এলাকায় নির্বাচন

রাশিয়া সম্প্রতি ইউক্রেনের যেসব এলাকা দখল করেছে, সেখানেও ভোটের আয়োজন করা হয়। কিন্তু অধিকৃত এলাকায় নির্বাচনের সমালোচনা করেছেন ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রী ডেভিড ক্যামেরন।

“ইউক্রেনীয় এলাকায় বেআইনি ভাবে নির্বাচন অনুষ্ঠানের পর রাশিয়াতে ভোট শেষ হয়েছে,” ক্যামেরন সামাজিক মাধ্যম এক্স (আগের নাম টুইটার)-এ লেখেন। “এখানে কোন বিকল্প ছিল না, কোন স্বাধীন নির্বাচন পর্যবেক্ষণ ছিল না। একটি মুক্ত এবং অবাধ নির্বাচনের চেহারা এরকম হয় না,” তিনি বলেন।

ইউক্রেনীয় ড্রোন হামলা

পুতিন ভোটের আগে রাশিয়ার যুদ্ধক্ষেত্রের সাফল্য নিয়ে গর্ব করেছেন, তবে রবিবার ভোরে রাশিয়ার জুড়ে বিশাল ইউক্রেনীয় ড্রোন হামলা মস্কোর সামনে থাকা চ্যালেঞ্জগুলোর কথা স্মরণ করিয়ে দিয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাতভর ইউক্রেনের ৩৫টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। এর মধ্যে চারটি রাশিয়ার রাজধানীর কাছে ভূপাতিত করা হয়েছে। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানিয়েছেন, এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি।

ইতালির মিলান শহরে রাশিয়ার কনসুলেটের বাইরে এক নারী প্রয়াত রুশ বিরোধী নেতা অ্যালেক্সে নাভালনির ছবি হাঁতে নির্বাচনের প্রতিবাদ জানাচ্ছেন। ফটোঃ ১৭ মার্চ, ২০২৪।

রাশিয়ার যুদ্ধকালীন অর্থনীতি প্রতিকুল পরিবেশ মোকাবেলা করতে সক্ষম বলে প্রমাণিত হয়েছে, এবং মারাত্মক ক্ষতিকর পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও তা প্রসারিত হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা শিল্প প্রবৃদ্ধির মূল ইঞ্জিন হিসেবে কাজ করেছে, এটি ক্ষেপণাস্ত্র, ট্যাংক এবং গোলাবারুদ বানানোর জন্য দিন-রাত চব্বিশ ঘণ্টা কাজ করছে।

বিরোধীদের প্রতিবাদ

রাশিয়ার বিক্ষিপ্ত বিরোধীরা পুতিন বা ইউক্রেন যুদ্ধ নিয়ে অসন্তুষ্টদের রবিবার দুপুরে নির্বাচনে এসে তাদের প্রতিবাদ জানানোর আহ্বান জানিয়েছে। মৃত্যুর কিছুদিন পূর্বে নাভালনি এই পদক্ষেপকে সমর্থন করেছিলেন।

নাভালনির সহযোগীরা তাদের কৌশলকে সফল হিসেবে অভিহিত করেছেন। তারা রাশিয়ার বিভিন্ন শহরে ভোটকেন্দ্রে কাছে লোকজনের ভিড়ের ছবি ও ভিডিও প্রকাশ করেছেন।

তবে, ভোটকেন্দ্রে লাইনে দাঁড়িয়ে থাকা ভোটাররা নাভালনির মিত্রদের আহ্বানে সাড়া দিয়েছেন, নাকি লাইনে দাঁড়িয়ে থাকা ভোটারদের উপস্থিতি প্রতিফলিত হয়েছে, যা সাধারণত দুপুরের দিকে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়- তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার হয়নি।