রাশিয়ায় নির্বাচনের শেষ দিনে ইউক্রেনের ব্যাপক ড্রোন হামলা 

বেলগোরোদ অঞ্চলের গভর্নর ভিয়াচেস্লাভ গ্লাদকভ-এর টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত ছবিতে, ইউক্রেনীয় হামলায় ক্ষতিগ্রস্ত এক বাড়িতে দমকল কর্মীদের আগুন নেভাতে দেখা যাচ্ছে। ফটোঃ ১৭ মার্চ, ২০২৪।

রাশিয়ায় প্রেসিডেন্সিয়াল নির্বাচনের শেষ দিনে রবিবার ইউক্রেন একের পর এক ড্রোন হামলা চালায়। নির্বাচনে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শাসনের মেয়াদ আরও ছয় বছর বৃদ্ধি প্রায় নিশ্চিত।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মস্কো অঞ্চলে চারটি ড্রোনসহ রাতভর ইউক্রেনের ৩৫টি ড্রোন ভূপাতিত হয়েছে।

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন বলেন, রবিবার সকালে রাজধানীর দোমোদেদোভো বিমানবন্দরের কাছে পঞ্চম ড্রোনটি ভূপাতিত করা হয়। তবে এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার রাজধানীর দক্ষিণে কালুগা অঞ্চল এবং মস্কোর উত্তর-পূর্বে ইয়ারোস্লাভল অঞ্চলে আরও দুটি ভূপাতিত করা হয়েছে।

ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ৮০০ কিলোমিটার (৫০০ মাইল) দূরে অবস্থিত ইয়ারোস্লাভল অঞ্চলে হামলাটি এখন পর্যন্ত ইউক্রেনের চালানো সবচেয়ে দূরবর্তী হামলাগুলোর মধ্যে অন্যতম।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনের সীমান্তবর্তী বেলগোরোদ, কুরস্ক ও রোস্তভ অঞ্চল এবং দক্ষিণাঞ্চলীয় ক্রাসনোদার অঞ্চলে আরও ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে।

রুশ কিশোরী নিহত

বেলগোরোদের গভর্নর ভিয়াচেস্লাভ গ্লাদকভ বলেন, ইউক্রেনের গোলাবর্ষণে রবিবার ১৬ বছর বয়সী এক কিশোরী নিহত ও তার বাবা আহত হয়েছেন।

আঞ্চলিক কর্তৃপক্ষ জানিয়েছে, ক্রাসনোদার অঞ্চলের একটি শোধনাগারে একটি ড্রোন ভূপাতিত হলে আগুন ছড়িয়ে পড়ে যা কয়েক ঘণ্টা পড়ে নিভিয়ে ফেলা হয়। কর্মকর্তারা জানান, তেল শোধনাগারের একজন শ্রমিক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

গত কয়েকদিন ধরে ইউক্রেনের আরও কয়েকটি ড্রোন হামলা এবং অন্যান্য হামলার পর এই হামলা চালানো হয়েছে। পুতিন এটিকে রাশিয়ার বাসিন্দাদের আতংকিত করতে এবং রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনকে লাইনচ্যুত করতে ইউক্রেনের প্রচেষ্টা বলে অভিহিত করেছেন।

এদিকে ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, রবিবার ওডেসা অঞ্চলে ১৪টি রুশ ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে।

শুক্রবার দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরীতে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় বাড়িঘরে বিস্ফোরণ এবং অন্তত ২১ জন নিহত হওয়ার পর এ হামলা চালানো হলো। এরপর ঘটনাস্থলে পৌঁছানো প্রথম সাড়াদানকারীদের লক্ষ্য করে দ্বিতীয় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় বলে জানিয়েছেন কর্মকর্তারা।