পাকিস্তানের সেনাঘাঁটিতে আত্মঘাতী বোমাবাজদের আক্রমণ: নিহত ৭

ফাইল ছবি- তেহেরিকে তালিবান পাকিস্তানের সশস্ত্র জঙ্গিরা পাকিস্তানের একটি আদিবাসী জেলার যেখানে দাঁড়িয়ে আছে তার পাশেই লেখা রয়েছে, “ তেহরিকে তালিবান পাকিস্তান জিন্দাবাদ।”

পাকিস্তানি কর্তৃপক্ষ শনিবার জানিয়েছে যে আফগান সীমান্তের কাছে সেনাবাহিনীর একটি আঞ্চলিক ঘাঁটিতে ট্রাক বোমা ও বন্দুকের গুলিতে দু’ জন সেনা কর্মকর্তাসহ অন্তত সাতজন সৈন্য নিহত হয়েছে, আহত হয়েছেআর্ও অনেকেই।

ঝঞ্ঝা বিক্ষুব্ধ উত্তর ওয়াজিরিস্তানের সীমান্ত জেলায় ভোর বেলায় এই আক্রমণের ঘটনা ঘটে । সেখানে নিষিদবধ ঘোষিত তেহরিকে তালিবান পাকিস্তান বা টিটিপি’র সঙ্গে সম্পৃক্ত জঙ্গিরা নিয়মিত ভাবেই নিরাপত্তা বাহিনীকে তাদের লক্ষ্যবস্তুতে পারিণক করে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এই আক্রমণকে “সন্ত্রাসীদের ভীরু কর্মকান্ড “ বলে নিন্দে করেন বলে জানিয়েছে তাঁর দপ্তর।

সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে যে আত্মঘাতী বোমাবাজরাসহ ছয় জন জঙ্গির একটি দল মীর আলী শহরে ঐ ঘাঁটিতে আক্রমণ করে।

বিবৃতিতে আ্রও বলা হয়, “ সন্ত্রাসবাদীরা বিস্ফোরক ভর্তি গাড়িটি নিয়ে ঐ চৌকিতে ধাক্কায় লাগায় এবং তারপর একাধিক আত্মঘাতী বোমা হামলা চালায় যাতে ঐ ভবনের একটি অংশ বিধ্বস্ত হয়ে যায়। পাকিস্তানি সৈন্যরা দ্রুতই পাল্টা ব্যবস্থা নেয় এবং পরবর্তীতে “ প্রচন্ড গুলি বিনিমিয়ের সময়ে” সকল আক্রমণকারীকে হত্যা করে।

ঐ অঞ্চলের নিরাপত্তা বাহিনী ও হাসপাতাল সুত্রে জানা গেছে ঐ সহিংসতায় ১৭ জনেরও বেশি সৈন্য আহত হয়েছে। সেনাবাহিনী বলেছে যে তারা “ ঐ অঞ্চলের সকল সন্ত্রাসীকে নিশ্চিহ্ন করে দিতে পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে।”

টিটিপি’র সঙ্গে সম্পৃক্ত একটি জঙ্গি গোষ্ঠি এই আক্রমণের দায় গ্রহণ করেছে বলে দাবি করছে।

পাকিস্তানের সামরিক ও সরকারি কর্মকর্তারা বলছেন টিটিপি ও তার মিত্ররা সীমান্ত পেরিয়ে নিরাপত্তা বাহিনী ও অসামরিক জনগণের উপর আক্রমণ করতে আফগানিস্তানের নিরাপদ এলাকা ব্যবহার করে থাকে।

২০২১ সালের আগস্টে প্রতিবেশি আফগানিস্তানের ক্শতায় তালিবানের প্রত্যাবর্তনের পর থেকে পাকিস্তানে টিটিপি নেতৃত্বাধীন জঙ্গিদের আক্রমণ নাটকীয় ভাবে বেড়ে গেছে। এই সহিংসতায় পুলিশ ও সেনা সদস্যসহ প্রায় ২,০০০ পাকিস্তানি নিহত হয়েছে।

তালিবান কর্তৃপক্ষ অবশ্য এ কথা অস্বীকার করে যে তারা টিটিপিসহ কোন জঙ্গি গোষ্ঠীকে আফগান ভূমি ব্যবহার করতে দেয়। পাকিস্তানি কর্মকর্তারা এবং সম্প্রতি জাতিসংঘের প্রতিবেদন তালিবানের এ দাবি নিয়ে আপত্তি জানিয়েছে। টিটিপি হচ্ছে বিশ্বে স্বীকৃত একটি সন্ত্রাসবাদী সংগঠন।