মোগাদিশুর হোটেলে আল-শাবাব জঙ্গি গোষ্ঠীর হামলার অবসান ঘটালো পুলিশ

মোগাদিশুর এক হোটেলের কাছে সাঁজোয়া গাড়িতে নিরাপত্তারক্ষীদের দেখা যাচ্ছে। ১৫ মার্চ, ২০২৪।

সোমালিয়ার পুলিশ বলছে, আল-শাবাব জঙ্গিদের করা অবরোধের অবসান ঘটিয়েছে নিরাপত্তা বাহিনী। মোগাদিশুর কেন্দ্রস্থলে সুরক্ষিত একটি হোটেলে হামলা চালিয়েছিল এই জঙ্গিরা।

পুলিশ কর্মকর্তারা এএফপি-কে বলেছেন, সকল সশস্ত্র আততায়ীকে হত্যা করা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। একাধিক নিরাপত্তা দল এই এলাকায় পূর্ণাঙ্গ তল্লাশি চালাচ্ছে।

হতাহতের কথা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী ও কর্মকর্তারা বলেছেন, মোগাদিশুর কেন্দ্রস্থলে বৃহস্পতিবার সন্ধ্যায় একটি ভবনে জঙ্গিরা ঢুকে পড়ার পর এসওয়াইএল হোটেলকে ঘিরে ফেলেছিল নিরাপত্তারক্ষীরা।

স্থানীয় এক বাসিন্দা ভিওএ-কে বলেন, হোটেলের বাইরে একটি বিস্ফোরক নিষ্ক্রিয় করা হয়েছিল। ওই প্রত্যক্ষদর্শী বলেন, কয়েক মুহূর্ত পর হোটেলের মধ্যে থেকে তিনি গুলির শব্দ শুনতে পান।

আল-শাবাব এই হামলার দায় স্বীকার করেছে। এই হোটেলে সরকারি কর্মকর্তা ও আইনপ্রণেতারা প্রায়শই সমবেত হন, তাই এটি অতীতে আল-শাবাব জঙ্গি গোষ্ঠীর একাধিক হামলার লক্ষ্যবস্তু হয়েছে।