ভারতীয় কৃষকরা রেল অবরোধ করে বিক্ষোভ চালিয়ে যাওয়ার শপথ নিয়েছেন

Your browser doesn’t support HTML5

বিক্ষোভকারী ভারতীয় কৃষকরা তাদের ফসলের ন্যূনতম সমর্থন মূল্যের দাবি পুনর্ব্যক্ত করতে রবিবার, ১০ মার্চ পাঞ্জাব-হরিয়ানা সীমান্তে রেল লাইন অবরোধ করেন।

বিক্ষোভকারী কৃষকরা ট্রেন থামিয়ে রেললাইনে বসে স্লোগান দিচ্ছিলেন। ঘটনাটি ঘটে সীমান্তবর্তী দেবী দাস পুরা গ্রামে।

কৃষক ইউনিয়নের নেতা সারওয়ান সিং পান্ধের বলেছেন যে তাদের বিক্ষোভের কারণে সাধারণ নাগরিকরা অসুবিধার সম্মুখীন হতে পারে। তবে তিনি বলেন যে আন্দোলন সবার জন্য মঙ্গল হবে।

হাজার হাজার কৃষক, যাদের বেশিরভাগই উত্তরাঞ্চলীয় রাজ্য পাঞ্জাব থেকে, গত মাসে একটি "দিল্লি চলো" মার্চের সূচনা করেছিলেন।

তাদের পণ্যের জন্য নিশ্চিত মূল্যের দাবির ওপর চাপ দেওয়ার জন্য এই মার্চ শুরু হয়েছিল। কিন্তু পুলিশ এবং নিরাপত্তা বাহিনী রাজধানী থেকে প্রায় ২০০ কিলোমিটার (বা ১২৫ মাইল) দূরেই তাদেরকে আটকে দিয়েছিল।

দু বছর আগেও কৃষকরা একই রকম ভাবে গনবিক্ষোভ করেছিলেন, যখন মোদী সরকার কিছু গুরুত্বপূর্ণ কৃষি আইন বাতিল করে, এবং পণ্যের সমর্থন মূল্য নিশ্চিত করার উপায় খোঁজার প্রতিশ্রুতি দিয়েছিল।