দক্ষিণ কোরিয়ার সরকার সোমবার সে দেশে বিক্ষোভরত হাজার হাজার জুনিয়র চিকিৎসকের কাজের লাইসেন্স বাতিলের পদক্ষেপ নিতে শুরু করেছে। তাদের সম্মিলিত ধর্মঘট বন্ধ করতে সরকারের নির্ধারিত সময়সীমা লঙ্ঘন করার কয়েক দিন পর এই পদক্ষেপ। প্রসঙ্গত, ডাক্তারদের ধর্মঘটের ফলে হাসপাতালের কর্মকাণ্ডে ব্যাপক প্রভাব পড়েছে।
মেডিকেল শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ব্যাপক সংখ্যায় আসন বৃদ্ধি করতে সরকারের পদক্ষেপের প্রতিবাদে প্রায় ৯ হাজার ইনটার্নি ও রেসিডেন্সি ডাক্তার দুই সপ্তাহ ধরে আন্দোলন করছেন। তাদের এই বিক্ষোভের ফলে কয়েকশো অস্ত্রোপচার ও অন্যান্য চিকিৎসা বাতিল হয়েছে এবং সে দেশের চিকিৎসা পরিষেবা ঝুঁকির মুখে পড়েছে।
দক্ষিণ কোরিয়ার উপ-স্বাস্থ্যমন্ত্রী পার্ক মিন-সু এক বিবৃতিতে বলেন, বিক্ষোভরত ডাক্তারদের অনুপস্থিতি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করতে সোমবার একাধিক কর্মকর্তাকে কয়েক ডজন হাসপাতালে পাঠানো হয়েছে কারণ অন্তত তিন মাসের জন্য এই ডাক্তারদের লাইসেন্স বাতিলের পদক্ষেপ নিতে শুরু করেছে সরকার।
পার্ক বলেন, কর্তৃপক্ষ পরে বিক্ষোভরত ডাক্তারদের বিজ্ঞপ্তি দিয়ে তাদের লাইসেন্স বাতিলের বিষয়টি জানাবে এবং তাদের প্রত্যুত্তর দেওয়ার একটি সুযোগ দেবে। তাঁর কথায়, লাইসেন্স বাতিলীকরণ কার্যকর করতে কয়েক সপ্তাহ সময় লাগবে।
পার্ক আরও বলেন, “সরকার ও সমাজের অন্যান্য অংশের বারবার আবেদন সত্ত্বেও কাজে ফেরা শিক্ষানবিশ ডাক্তারদের সংখ্যা অত্যন্ত কম। আজ থেকে ঘটনাস্থল পরিদর্শনের মাধ্যমে এই আইন প্রয়োগ শুরু করেছি আমরা।”
দক্ষিণ কোরিয়ার সরকার আগে ২৯ ফেব্রুয়ারির মধ্যে কাজে ফিরতে বিক্ষোভরত ডাক্তারদের নির্দেশ দিয়েছিল। এই নির্দেশিকা যিনি প্রত্যাখ্যান করবেন তার লাইসেন্স এক বছর পর্যন্ত বাতিল এবং তিন বছর কারাদণ্ড বা প্রায় ২২,৫০০ ডলার জরিমানা হতে পারে।
গত মাসে দক্ষিণ কোরিয়ার সরকার ঘোষণা করেছিল, পরের বছর থেকে সে দেশে মেডিকেল শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির আসন সংখ্যা দুই হাজার বাড়ানো হবে। বর্তমানে মোট আসন রয়েছে ৩০৫৮টি। কিন্তু সরকারের এই পরিকল্পনার সমালোচনায় মুখর হয়েছেন বহু চিকিৎসক। তাদের যুক্তি, আকস্মিকভাবে শিক্ষার্থীর সংখ্যা বাড়ালে বিশ্ববিদ্যালয়গুলি মানসম্পন্ন শিক্ষা দিতে পারবে না।
এই দেশের মোট ১ লক্ষ ৪০ হাজার ডাক্তারের ক্ষুদ্র একটি অংশ (জুনিয়র ডাক্তার) বিক্ষোভ দেখাচ্ছেন। তবে, বেশ কয়েকটি প্রধান হাসপাতালের মোট চিকিৎসকের ৩০-৪০ শতাংশই এই জুনিয়র ডাক্তার।
তরুণ চিকিৎসকদের সমর্থনে সিনিয়র ডাক্তাররাও রাস্তায় মিছিল করেছেন, তবে জুনিয়র ডাক্তারদের ধর্মঘটে তারা যোগ দেননি। পুলিশ বলেছে, তারা দক্ষিণ কোরিয়ার ডাক্তারদের সংগঠন কোরিয়া মেডিকেল অ্যাসোসিয়েশনের পাঁচজন সদস্যের বিরুদ্ধে এই ধর্মঘটে উস্কানি ও প্ররোচনার অভিযোগ তদন্ত করছে।