ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান প্রাইমারিতে নিকি হ্যালি জয়ী হয়েছেন। এটি ২০২৪ সালের নির্বাচনী প্রচারণায় তার প্রথম জয়।
রবিবার তার বিজয় অন্তত সাময়িকভাবে রিপাবলিকানদের প্রাইমারি নির্বাচনী প্রতিযোগিতায় ডনাল্ড ট্রাম্পের অগ্রযাত্রাকে থামিয়ে দিয়েছে। তবে প্রাক্তন এই প্রেসিডেন্ট এই সপ্তাহে সুপার টুইসডে-র নির্বাচনে আরও কয়েকশো ডেলিগেটের সমর্থন পাবার সম্ভাবনা আছে।
হ্যালি বলেছেন, তার প্রাথমিক পরাজয় সত্ত্বেও তিনি কমপক্ষে সুপার টুইসডের নির্বাচনের দৌড়ে থাকবেন। তবে তিনি এমন কোনো প্রাইমারির নাম বলতে অস্বীকার করেছেন, যাতে তিনি জিতবেন বলে আত্মবিশ্বাসী। গত সপ্তাহে নিজ রাজ্য সাউথ ক্যারোলাইনায় পরাজয়ের পর হ্যালি অনড় ছিলেন যে, নির্বাচনী প্রচারণায় এখন পর্যন্ত ট্রাম্পের আধিপত্য থাকলেও পরবর্তী স্থানগুলোর ভোটাররা ট্রাম্পের বিকল্প পাওয়ার যোগ্য।
রবিবার রাতে ডিসি রিপাবলিকান পার্টির কর্মকর্তারা ফলাফল প্রকাশের পর এপি হ্যালিকে বিজয়ী ঘোষণা করে। তিনি ১৯ জন ডেলিগেটের সবার ভোট পেয়েছেন।
ওয়াশিংটন দেশের সবচেয়ে শক্তিশালী ডেমোক্র্যাটিক এলাকাগুলোর মধ্যে একটি। শহরটিতে প্রায় ২৩ হাজার নিবন্ধিত রিপাবলিকান রয়েছে। ডেমোক্র্যাট জো বাইডেন ২০২০ সালের সাধারণ নির্বাচনে ৯২ শতাংশ ভোট পেয়ে এখানে জিতেছিলেন।
হ্যালির জয়ের পরপরই ট্রাম্প একটি বিবৃতির মাধ্যমে তাকে ব্যঙ্গাত্মকভাবে অভিনন্দন জানান।
ট্রাম্প তার ২০২০ সালের পুনর্নির্বাচনের সময় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ডিসি প্রাইমারি জিতেছিলেন। তবে এর চার বছর আগের নির্বাচনে তিনি ফ্লোরিডার সেনেটার মার্কো রুবিও এবং প্রাক্তন ওহাইও গভর্নর জন কাসিচের পেছনে তৃতীয় স্থানে ছিলেন।