থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া

Your browser doesn’t support HTML5

থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়া শুক্রবার, ১ মার্চ একটি সামরিক মহড়ায় একসাথে অংশগ্রহণ করে যা 'কোবরা গোল্ড' প্রশিক্ষণের অংশ।

যুক্তরাষ্ট্রের এক কমান্ডারের মতে, 'কোবরা গোল্ড' হল এশিয়ার সবচেয়ে বৃহত্তম মহড়াগুলির মধ্যে একটি।

নৌ জাহাজ, ফাইটার জেট, হেলিকপ্টার এবং জল আর স্থল দুটিতেই কার্যকর কমব্যাট ইউনিট এই মহড়ার অংশ নেয়।

কোবরা গোল্ড মহড়া ১৯৮২ সালে শুরু হয়েছিল। একটি অফিসিয়াল প্রেস বিজ্ঞপ্তিতে বলে হয়েছে, এই বছরের মহড়ায় ৩০ টি দেশে থেকে ৯,০০০-এরও বেশি সৈন্য অংশগ্রহণ করবে।