জর্ডানের বাদশাহ আবদুল্লাহ গাজায় বিমান থেকে ত্রাণ বিতরণে অংশ নিলেন

Your browser doesn’t support HTML5

জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি, যুদ্ধ বিধ্বস্ত গাজা উপত্যকায় জর্ডানের বিমান বাহিনীর একটি বিমানে চড়ে ত্রাণ ও খাদ্য সরবরাহে অংশ নেন।

মঙ্গলবার বাদশাহ আবদুল্লাহ বলেছেন, গাজার দুই মিলিয়ন মানুষ বর্তমানে যে খাদ্য সংকটে রয়েছে তা আরও যাতে তীব্রতর না হয় সেজন্য মানবিক সহায়তা দ্বিগুণ করা দরকার।

কর্মকর্তারা জানিয়েছেন, রাফাহ ক্রসিং-এর পাশাপাশি মিশর, ইসরাইল ও গাজার সীমান্তবর্তী কেরেম শালম দিয়েও যাতে গাজায় জর্ডানের আরও ত্রাণ পৌঁছতে পারে সেজন্য জর্ডান তার পশ্চিমা মিত্রদেরকে ইসরাইলের কাছে তদবির করার তাগিদ দিয়েছে।

মিশর হয়ে গাজায় যে ত্রাণ পৌছাচ্ছে গত কয়েক সপ্তাহে তা উল্লেখযোগ্য পরিমাণে হ্রাস পেয়েছে। কিন্তু ইসরাইল বলেছে তারা কোন বাধা দিচ্ছে না, এবং যেকোনো বিলম্বের কারণ হিসেবে তারা জাতিসংঘ ও ফিলিস্তিনি পক্ষকে দায়ী করেছে।

মঙ্গলবার জাতিসংঘের এক সিনিয়র ত্রাণ কর্মকর্তা নিরাপত্তা পরিষদকে সতর্ক করে বলেন, গাজা উপত্যকায় কমপক্ষে ৫৭৬,৬০০ মানুষ দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে রয়েছে, এবং কোন পদক্ষেপ না নেওয়া হলে খুব শিগগিরই দুর্ভিক্ষের ব্যপকতা অনিবার্য হয়ে দাঁড়াবে।