ইসরাইলি বাহিনীর গুলিতে নিহত তিন ফিলিস্তিনির জানাজা অনুষ্ঠিত

Your browser doesn’t support HTML5

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ বলছে, দখলকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনাবাহিনীর হাতে গুলিবিদ্ধ হয়ে তিন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। শোকার্তরা তাদের মরদেহ বহন করে নিয়ে যায়।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় নিহতদের মোহাম্মদ দারাঘমা (২৬), মোহাম্মদ সামিহ বায়াদসা (৩২) এবং ওসামা জাবের জাকার (৩১) হিসেবে শনাক্ত করেছে।

তাদের সবার মাথায়, বুকে ও ঘাড়ে গুলি লেগেছে বলে জানানো হয়েছে।

ফিলিস্তিনি গণমাধ্যমের রিপোর্টে বলা হয়েছে, তুবাস শহরের অদূরে ফারা শরণার্থী শিবিরে ঘটনাটি ঘটে।

ইসরাইলি সেনাবাহিনীর তরফ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

গত অক্টোবরে ইসরাইল-হামাস যুদ্ধের সূচনার পর থেকে পশ্চিম তীরে সহিংসতা বৃদ্ধি পেয়েছে।