সৌদি আরবে পৌঁছালেন ইউক্রেনের জেলেনস্কি

Your browser doesn’t support HTML5

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সৌদি আরবের যুবরাজ এবং প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সঙ্গে দেখা করতে মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি, সৌদি আরবে পৌঁছেছেন।

জেলেনস্কি তার টেলিগ্রাম অ্যাকাউন্টের পোস্টে লিখেছেন যে আলোচনার মূল বিষয়গুলির মধ্যে রয়েছে রাশিয়ার আগ্রাসন বন্ধে কিয়েভ প্রস্তাবিত শান্তি প্রতিষ্ঠা ফর্মুলার কাঠামো, এবং বন্দী ও নির্বাসিত মানুষদের ফিরিয়ে আনা।

ইউক্রেন শান্তি ফর্মুলা নিয়ে বিভিন্ন দেশের প্রতিনিধিদের সাথে একাধিক বহুপাক্ষিক বৈঠক করেছে।

সৌদি আরব অতীতে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে বন্দি বিনিময়ের সময় মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছে।

জেলেনস্কি বলেছেন যে তিনি নিশ্চিত যে মঙ্গলবারের বৈঠক এই বিষয়ে ফলাফল বয়ে আনবে।