আফগানিস্তানে গত বছর থেকে আটক অস্ট্রিয়ান নাগরিককে মুক্তি দিয়েছে তালিবান

মুক্তিপ্রাপ্ত তালিবান জিম্মি এবং অস্ট্রিয়ান নাগরিক হার্বার্ট ফ্রিটজ ২০২৪ সালের ২৫ ফেব্রুয়ারি কাতারের দোহায় বিমান থেকে নামার পরে গণমাধ্যমের সাথে কথা বলছেন।

অস্ট্রিয়ার ৮৪ বছর বয়সী এক বৃদ্ধ গত বছর আফগানিস্তান সফরে গেলে সেখানে তাকে গ্রেফতার করা হয়। দেশটির তালিবান শাসকরা বন্দী এই নাগরিককে সম্প্রতি মুক্তি দিয়েছে।

অস্ট্রিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ওই ব্যক্তিকে হার্বার্ট ফ্রিৎজ বলে সনাক্ত করে জানিয়েছে, রবিবার বিকেলে তিনি আফগানিস্তান থেকে কাতারের দোহায় পৌঁছান। অস্ট্রিয়া যাওয়ার আগে প্রয়োজনে তাকে চিকিৎসা দেয়া হবে।

অস্ট্রিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বার্তা সংস্থা এপিকে জানিয়েছেন, ওই ব্যক্তিকে কাবুলের একটি কারাগারে রাখা হয়েছিল।

এক টুইট বার্তায় অস্ট্রিয়ার চ্যান্সেলর কার্ল নেহামার কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল খানি ও তার দলকে আফগানিস্তানের কারাগার থেকে তাদের একজন নাগরিককে মুক্ত করার জন্য দৃঢ় সমর্থন দেয়ায় ধন্যবাদ জানিয়েছেন।

নেহামার বলেন, “আমাদের বিশ্বস্ত সহযোগিতার কারণেই এই অস্ট্রিয়ান নাগরিক তার মেয়ে ও নাতি-নাতনিদের কাছে বাড়ি ফিরে যেতে পারবেন।”

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে অস্ট্রিয়ানকে মুক্তি দেয়ার জন্য ‘আফগানিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের’ প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

অস্ট্রিয়ার সংবাদপত্র ডের স্ট্যান্ডার্ডের গত বছরের এক প্রতিবেদনে বলা হয়েছিল, একজন অস্ট্রিয়ান নাগরিককে আফগানিস্তানে গ্রেপ্তার করা হয়েছে। তিনি একজন প্রবীণ উগ্র ডানপন্থী এবং ১৯৮৮ সালে নিষিদ্ধ ঘোষিত একটি ছোট উগ্র ডানপন্থী দল ন্যাশনাল ডেমোক্র্যাটিক পার্টির সহ-প্রতিষ্ঠাতা।

এতে বলা হয়েছে, তিনি কয়েক সপ্তাহ ধরে হেফাজতে ছিলেন। কারণ একটি উগ্র ডানপন্থী ম্যাগাজিন “তালিবানের সাথে অবকাশ যাপন” শিরোনামে তার লেখা একটি নিবন্ধ প্রকাশ করেছিল। ওই প্রবন্ধে তিনি তালিবান শাসনের অধীনে আফগানিস্তানের জীবন সম্পর্কে ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছিলেন। প্রতিবেদনে বলা হয়েছিল, তার বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়েছিল। অস্ট্রিয়ান নব্য নাৎসিরা টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে তার ঘটনাটি জনসমক্ষে আনে।