হুথি বিদ্রোহীরা লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের ড্রোন ভূপাতিত করেছে

যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর সৌজন্যে পাওয়া এই ছবিতে ২০২০ সালের ১৪ জানুয়ারি নেভাডা টেস্ট অ্যান্ড ট্রেনিং রেঞ্জের ওপর দিয়ে একটি এমকিউ-৯ ড্রোন উড়তে দেখা যায়।

ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা সোমবার একটি এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করেছে। পেন্টাগন একথা নিশ্চিত করেছে।

ভয়েস অফ আমেরিকার এক প্রশ্নের জবাবে পেন্টাগনের ডেপুটি সেক্রেটারি সাবরিনা সিং সাংবাদিকদের বলেন, “ইয়েমেনের হুথিনিয়ন্ত্রিত এলাকা লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ বিমান ফেলে দিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি হুথিদের ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের আঘাতে ভূপাতিত করা হয়েছে।”

এর আগে জাতীয় নিরাপত্তা বিষয়ে আলোচনার ক্ষেত্রে নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা ভয়েস অফ আমেরিকাকে নিশিচত করেছেন যে পূর্ব ইয়েমেনের হুদায়দার কাছে যুক্তরাষ্ট্রের ড্রোনটি গুলি করে ভূপাতিত করা হয়েছে। ভূপাতিত হওয়ার সময় ড্রোনটি সশস্ত্র ছিল কি না তা এখনো স্পষ্ট নয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে সমুদ্র সৈকতে একটি ড্রোনের কিছু অংশ দেখা গেছে।

এবার দ্বিতীয়বারের মতো হুথিদের দ্বারা এমকিউ-৯ ভূপাতিত হলো। প্রথমটি নভেম্বরে আন্তর্জাতিক আকাশসীমায় ভূপাতিত করা হয়েছিল।

সোমবার হুথি বিদ্রোহীরা আন্তর্জাতিক জাহাজ চলাচলকারী লেনে চলাচলরত দুটি জাহাজে হামলা চালায়। মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাযুক্ত যুক্তরাষ্ট্রের মালিকানাধীন একটি বাল্ক ক্যারিয়ার হুথিদের নিক্ষেপ করা ড্রোন হামলায় সামান্য ক্ষতির সম্মুখীন হয়েছে। অন্যদিকে গ্রিক পতাকাযুক্ত, যুক্তরাষ্ট্রের মালিকানাধীন শস্য বহনকারী এম/ভি সি চ্যাম্পিয়ন এডেন উপসাগরে জাহাজ বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হামলায় সামান্য ক্ষতির কথা জানিয়েছে।

সেন্টকম জানিয়েছে, সোমবার তারা হুথি নিয়ন্ত্রিত ইয়েমেনে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক এবং পশ্চিম ইয়েমেনে একটি ড্রোন ধ্বংস করেছে। ড্রোনটি লোহিত সাগরে জাহাজে আঘাত করার জন্য প্রস্তুত করা হচ্ছিল।

লোহিত সাগর ও এডেন উপসাগরে রাতভর ১০টি ড্রোন ও একটি জাহাজ বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে যুক্তরাষ্ট্র ও নেটোর বিমান ও যুদ্ধজাহাজ।

সিং সাংবাদিকদের বলেন, “এটি অগ্রগতি। এবং তারা হামলা বন্ধ না করা পর্যন্ত আমরা তাদের মুকাবিলা করতে থাকবো।”