রাশিয়ায় নাভালনির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে আসা ৪০০ ব্যক্তি গ্রেপ্তার, বলছে মানবাধিকার সংস্থা

রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে, সোলোভেতস্কি দ্বীপ থেকে আনা একটি বোল্ডারের সামনে পুলিশী প্রহরায় এক নারী অ্যালেক্সেই নাভালনির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করছেন। (১৭ ফেব্রুয়ারি, ২০২৪)

রাশিয়ার প্রত্যন্ত এক আর্কটিক পেনাল কলোনিতে মৃত বিরোধীদলীয় নেতা অ্যালেক্সেই নাভালনির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে আসা ৪০০ জনেরও বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। একটি স্বনামধন্য মানবাধিকার সংস্থা এই তথ্য জানিয়েছে।

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সবচেয়ে বলিষ্ঠ প্রতিদ্বন্দ্বী নাভালনির (৪৭) ওপর অনেক মানুষ ভরসা রেখেছিলেন। নাভালনির আকস্মিক মৃত্যুতে তাদের মন ভেঙেছে। নার্ভ এজেন্ট ব্যবহার করে নাভালনির ওপর বিষপ্রয়োগ করা হলেও তিনি বেঁচে যান এবং ক্রেমলিনের বিরুদ্ধে সোচ্চার থাকেন। তাকে বেশ কয়েক দফায় কারাদণ্ডও দেওয়া হয়।

সারা বিশ্বে এই সংবাদ ছড়িয়ে পড়লে বেশ কয়েক ডজন রুশ শহরে রাজনৈতিক নিপীড়নের শিকার শত শত মানুষ তাৎক্ষণিকভাবে অস্থায়ী স্মৃতিস্তম্ভ গড়ে তোলেন এবং শোকসভার আয়োজন করেন। শুক্র ও শনিবারে তারা পুষ্পস্তবক ও মোমবাতি অর্পণ করে এই রাজনীতিবিদের প্রতি শ্রদ্ধা জানান।

শনিবার রাত নাগাদ বেশ কয়েকটি শহর থেকে ৪০১ ব্যক্তিকে আটক করা হয়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা ওভিডি-ইনফো। সংস্থাটি রাজনৈতিক কারণে গ্রেপ্তারের ওপর নজর রাখে এবং গ্রেপ্তারকৃতদের আইনি সহায়তা দেয়।

রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর সেইন্ট পিটার্সবার্গে ২০০ জনের বেশি গ্রেপ্তার হয়েছেন বলে সংস্থাটি জানান। গ্রেপ্তারকৃতদের মধ্যে আছেন অ্যাপোস্টোলিক অর্থোডক্স চার্চের যাজক গ্রিগোরি মিখনভ-ভোইতেনকো। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে নাভালনির জন্য শোকসভা আয়োজনের ঘোষণা দেন এবং শনিবার সকালে তাকে তার বাড়ির সামনে থেকে গ্রেপ্তার করা হয়।

তার বিরুদ্ধে বিক্ষোভ আয়োজনের অভিযোগ আনা হয় এবং পুলিশের হেফাজতে রাখা হয়। পরবর্তীতে তিনি হৃদরোগে আক্রান্ত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে ওভিডি-ইনফো।