ভারতে বিক্ষোভরত কৃষকদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছুঁড়লো পুলিশ

Your browser doesn’t support HTML5

ভারতের কৃষকরা নয়াদিল্লির দিকে মিছিল করে অগ্রসর হলে শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি হরিয়ানার শম্ভু সীমান্তে পুলিশের সঙ্গে তাদের খণ্ডযুদ্ধ বাঁধে।

চলতি সপ্তাহের শুরুতে ভারতের রাজধানীতে পৌঁছতে হাজার হাজার কৃষক মিছিল শুরু করেছিলো। সে দেশের প্রশাসন কৃষকদের এই মিছিলকে বাধা দেয়, কাঁদানে গ্যাস ছোঁড়ে, শহরের প্রবেশদ্বারগুলিতে বেষ্টনী দিয়ে ঘিরে ফেলে এবং অসংখ্য বিক্ষোভকারীকে আটক করে।

হরিয়ানা ও পাঞ্জাব অঙ্গরাজ্যের কৃষকরা প্রধান মহাসড়কগুলির টোল প্লাজার কাছে ধর্নায় বসেছিলো। তাদেরকে সমর্থন করছে কয়েকটি কৃষক সংগঠন।

বিক্ষোভকারীরা এমন আইন দাবি করছে যা সমস্ত কৃষিজাত পণ্যের ন্যূনতম সহায়ক মূল্যকে নিশ্চিত করবে। (এপি)