ইরানের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা দারিউশ মেহেরজুই ও তার স্ত্রীকে ইরানের রাজধানী তেহরানের নিকটে কয়েক মাস আগে তাদের বাড়িতে হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত।
৮৩ বছর বয়সী পরিচালক মেহেরজুই ইরানের নতুন ধারার চলচ্চিত্রের সাথে যুক্ত। গত অক্টোবরে, তাকে ও তার স্ত্রী ভাহিদেহ মোহাম্মাদিফারকে ইরানের রাজধানীর পশ্চিমে কারাজে, তাদের নিজ বাড়িতে ছুরিকাঘাতে হত্যা করা হয়।
দোষী সাব্যস্ত খুনি মেহেরজুইয়ের সাবেক কর্মচারী হামলার কয়েকদিন পর গ্রেপ্তার হয়। আলবোর্জ প্রদেশের প্রধান বিচারপতি হোসেইন ফজেলি-হারিকান্দি বলেন, "আর্থিক সমস্যার কারণে মৃত ব্যক্তির প্রতি তার ক্ষোভ ছিল।"
হত্যাকাণ্ডের পরিকল্পনা ও সহায়তার অভিযোগে এ মামলায় আরও তিনজনকে আসামি করা হয়েছে।
সোমবার ইরানের বিচার বিভাগের মিজান অনলাইন ওয়েবসাইটে বলা হয়, আদালত দেশটির ইসলামি প্রতিশোধ আইন, “কিসাস” অনুযায়ী হত্যাকারীকে মৃত্যুদণ্ড দিয়েছেন।
পরিকল্পিতভাবে হত্যার দায়ে অপরাধীকে দোষী সাব্যস্ত করা হয়েছে বলে মিজান ওয়েবসাইটে ফজেলি-হারিকান্দিকে উদ্ধৃত করে বলা হয়েছে। তিনি আরও জানান, মেহেরজুইয়ের পরিবারের অনুরোধেই প্রতিশোধ আইনের প্রয়োগ করা হচ্ছে ।
ফজেলি-হারিকান্দি জানান, অন্য আসামিদের আট থেকে ৩৬ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে এটাই চূড়ান্ত রায় নয়। আসামী উচ্চ আদালতে আপিল করতে পারবে বলেও জানা যায় ওয়েবসাইটটিতে।
মেহেরজুই তার ছয় দশকের কর্মজীবনে, ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের আগে এবং পরে সেন্সরশিপের মুখোমুখি হন। তিনি ১৯৬৯ সালে তার রুপক নাটক “ দ্য কাউ” এবং ১৯৯০ এ ডার্ক কমেডি "হামাউন" এর জন্য সর্বাধিক পরিচিত ছিলেন।