নয়াদিল্লির অদূরে ভারতের কৃষকদের বিক্ষোভ

Your browser doesn’t support HTML5

৮ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার হাজার হাজার কৃষক নয়াদিল্লির কাছে সমবেত হয়েছিলেন। তাদের জমি বেশ কয়েকটি সরকারি উন্নয়ন প্রকল্পের জন্য অধিগ্রহণ করা হয়েছে। সেই জমির বর্ধিত ক্ষতিপূরণের দাবিতে তারা রাস্তা আটকান, স্লোগান দেন ও মিছিল করেন।

বিক্ষোভরত কৃষকদের দাবি, তাদের পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়া হয়নি। তারা এখন ভূমিহীন। তাদের জমি অধিগ্রহণের সময় যে মূল্য ধার্য করা হয়েছিল সেটাই তারা দাবি করছেন।

ভারতের রাজধানীর সীমান্তের আশেপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আন্দোলনের এলাকার মধ্যে ও চারধারে পুলিশের উপস্থিতি বাড়ানো হয়েছে। (রয়টার্স)