বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করলো লেবাননের নিরাপত্তা বাহিনী

Your browser doesn’t support HTML5

৮ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার লেবাননের নিরাপত্তা বাহিনী কয়েক ডজন বিক্ষোভকারীকে ছত্রভঙ্গ করে দিতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে। বিক্ষোভকারীদের অধিকাংশই অবসরপ্রাপ্ত সৈন্য। বৈরুতের কেন্দ্রস্থলে সরকারি সদর দফতরে যাওয়ার পথে বেষ্টনী ভেঙে ফেলার চেষ্টা করে তারা।

এই দেশে বেহাল অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া বিক্ষোভের মধ্যে ঘটলো এমন সহিংসতা। কয়েক বছর ধরে এখানে শাসক শ্রেণি অব্যবস্থাপনা চালিয়েছে। ২০১৯ সালের শেষভাগে অর্থনৈতিক মন্দা শুরু হয়েছিল।

অবসরপ্রাপ্ত সৈন্যরা আরও ভাল বেতনের দাবি জানাচ্ছিল। তাদের সঙ্গে দাঙ্গা পুলিশ ও সেনাবাহিনীর খণ্ডযুদ্ধ বাঁধে। কাঁদানে গ্যাসের প্রভাবে বেশ কয়েকজন বিক্ষোভকারী শ্বাসকষ্টে ভুগছে। (এপি)