জাপানে বরফ থেকে পালাচ্ছে ওরকা তিমির ঝাঁক

Your browser doesn’t support HTML5

বুধবার, ৭ ফেব্রুয়ারি জাপানের উত্তরাঞ্চলীয় প্রধান দ্বীপ হোক্কাইডোর কাছে বরফের মধ্যে আটকা পড়া ওরকা তিমির একটি ঝাঁক দৃশ্যত নিরাপদে পালিয়ে গেছে।

স্থানীয় এক মৎস্যজীবী প্রথমে ওরকাগুলিকে দেখতে পেয়ে মঙ্গলবার সকালে কর্মকর্তাদের খবর দেন।

স্থানীয় কর্মকর্তারা মঙ্গলবার সন্ধ্যায় উপকূলে ফিরে দেখেন যে ঝাঁকটি উত্তর দিকে সরে গেছে এবং বুধবার সকালে তারা যখন আবার ফিরে আসে তখন এটি চলে গেছে।

কর্মকর্তারা বলছেন, তাদের ধারণা, বরফের মাঝে ফাঁক বাড়তে থাকায় তিমিগুলো বরফ থেকে নিজেদের মুক্ত করতে সক্ষম হয়েছে। (এপি)