বিজেপি সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দাবি করেছে যে, বর্তমানে ভারত জোড়ো ন্যায় যাত্রা চলাকালীন কংগ্রেস নেতা রাহুল গান্ধী সারমেয়র খাওয়ার বিস্কুট দিয়েছেন অন্য এক দলীয় কংগ্রেস কর্মীকে।
বিজেপি শিবির অভিযোগ করেছে, দলীয় কর্মীদের অপমান করেছেন তিনি। ঘটনাটির ভিডিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে বিজেপি শিবির প্রশ্ন তুলেছে, "দলীয় কর্মীদের এইভাবে অপমান কে করে?"
যে ভিডিও বিজেপির তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে তাতে দেখা যাচ্ছে, লাল রঙের একটি হুড খোলা গাড়িতে যাচ্ছেন রাহুল গান্ধী এবং তার সঙ্গে একটি সারমেয় রয়েছে। তাকে প্লেট ভর্তি বিস্কুট খেতে দেওয়া হয়েছে।
কিন্তু সারমেয়টি বিস্কুট খেতে না চাওয়ায় সেটাই গাড়িতে থাকা অন্য এক কংগ্রেস কর্মীর হাতে তুলে দেন রাহুল গান্ধী। ভারত জোড়ো ন্যায় যাত্রার মাঝেই কংগ্রেস নেতার এহেন আচরণ দেখা গেছে বলে দাবি করেছে বিজেপি।
বিজেপি নেতা অমিত মালব্য থেকে শুরু করে হিমন্ত বিশ্বশর্মা, একযোগে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সমালোচনা করেছেন এই ঘটনায়।
ভারতীয় জনতা পার্টির আইটি সেল-এর জাতীয় আহ্বায়ক অমিত মালব্য এক্স হ্যান্ডেল (পূর্ববর্তী ট্যুইটার)-এ লিখেছেন, "কয়েক দিন আগে কংগ্রেস সভাপতি খাড়্গেজি দলীয় বুথ এজেন্টদের কুকুরের সঙ্গে তুলনা করেছিলেন। আর এখন রাহুল কুকুরের বিস্কুট দলের কর্মীকে খাওয়াচ্ছেন। নির্লজ্জতার সীমা ছাড়ানো এই দলের বিলুপ্তি ঘটাই স্বাভাবিক ব্যাপার।"
বর্তমানে অসমে বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা কংগ্রেসে থাকার সময়ে একবার অভিযোগ করেছিলেন, তাকে বসিয়ে রেখে রাহুল গান্ধী তার পোষ্য সারমেয় পিডি-র সঙ্গে খেলছিলেন।
তিনি বলেছিলেন, আগেও তিনি দেখেছিলেন রাহুলের পোষ্য সারমেয়র সঙ্গে এক প্লেট থেকে বিস্কুট খাচ্ছেন কংগ্রেস নেতারা। এই সারমেয়জনিত ঘটনার পর থেকেই হিমন্ত বিশ্বশর্মা ও রাহুক গান্ধীর সম্পর্ক চূড়ান্ত তিক্ত হয়ে পড়ে।
রাহুল গান্ধী বর্তমানে ভারত জোড়ো ন্যায় যাত্রা নিয়ে ঝাড়খণ্ডে রয়েছে। ন্যায় যাত্রা চলাকালীন মঙ্গলবার ৬ ফেব্রুয়ারি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি। সেখানে তাকে বিজেপির এই অভিযোগ নিয়ে প্রশ্ন করা হয়।
সাংবাদিকদের প্রশ্ন শুনে বিজেপির বিরুদ্ধে তার পাল্টা প্রশ্ন, "কুকুর আবার কী সর্বনাশ করল তাদের?"
সংশ্লিষ্ট ঘটনা প্রসঙ্গে কংগ্রেস নেতা বলেন, যে অভিযোগ তার বিরুদ্ধে করা হচ্ছে তা পুরোটাই ভিত্তিহীন। ওই ব্যক্তি কোনও কংগ্রেস কর্মীই নন। আসলে তিনি কুকুরটিকে তার কাছে এনেছিলেন।
রাহুল গান্ধী বলেছেন, ''কুকুরটি আমাকে দেখে ভয় পাচ্ছিল। বিস্কুট দিয়েছিলাম, খেতে চায়নি। তাই ওর মালিককে সেটা দিয়ে বললাম যে খাইয়ে দাও, তোমার হাতে হয়তো খাবে। পরে সে খেয়েও নেয়।''