ভারতের মধ্যপ্রদেশে এক বাজি কারখানায় প্রাণঘাতী বিস্ফোরণে ৬ জনের মৃত্যু ও ৬০ জনের বেশির গুরুতর আহত হয়েছেন।
হাসপাতালে যাঁরা ভর্তি তাঁদের অনেকের অবস্থা সঙ্কটজনক। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। মৃত ও আহতরা সকলেই বাজি কারখানার শ্রমিক।
ঘটনাটি ঘটেছে মধ্য প্রদেশের হরদা জেলার বৈরাগড় এলাকায়।
রাজ্যের বৈরাগড়ের বাজি কারখানায় হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটে। তা থেকেই ঘটতে থাকে পরপর বিস্ফোরণ।
বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে আশেপাশের বিস্তীর্ণ এলাকা কেঁপে ওঠে। সঙ্গে সঙ্গে গাঢ় ধোঁয়া দেখা যায় গোটা এলাকায়।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কারখানার আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা অন্তত ৫০টি বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। অনেককে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে অন্যত্র।
পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী এসে দ্রুত উদ্ধারকাজ শুরু করেছে। তারা আশঙ্কা করছে, বেশ কয়েক জন শ্রমিক কারখানার ভিতরেই আটকে থাকতে পারেন।
উদ্ধারকারীরা এও জানিয়েছে, যাদের উদ্ধার করা হয়েছে তাদের শরীর অধিকাংশ ঝলসে গেছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, কারখানার ভিতরে ঘটনার সময়ে ১৫০ জন কর্মী ছিলেন।