দাবানল থেকে বাঁচতে চিলির উপকূলীয় শহর থেকে বাসিন্দাদের সরে যেতে হচ্ছে

Your browser doesn’t support HTML5

৩ ফেব্রুয়ারি, শনিবার চিলির জাতীয় বিপর্যয় প্রতিরোধ ও মোকাবেলা সার্ভিস ভিনা দেল মার শহরের নানা প্রান্তের বাসিন্দাদের এলাকা খালি করে দিতে অনুরোধ জানিয়ে বার্তা পাঠিয়েছে। দাবানলে মৃতের সংখ্যা পৌঁছেছে ৪৬ জনে।

পরিবারগুলি দ্রুত সরে যাওয়ার ব্যবস্থা করে। অনেকে নিজেদের সঙ্গে পোষ্য এবং সুটকেস নিয়ে অগ্রসর হয়েছে।

চিলির প্রেসিডেন্ট বলেছেন, চিলির মধ্যাঞ্চলের ব্যাপক জনবহুল এক এলাকার আশেপাশে তীব্র দাবানলে ফলে অন্তত ৪৬ জন প্রাণ হারিয়েছে। কর্মকর্তারা বলেছেন, কমপক্ষে ১১০০ বাড়ি ধ্বংস হয়ে গেছে। (এপি)